নেপাল ভ্রমণের উপযুক্ত সময়

সার্ক সদস্যবিশিষ্ট দেশগুলোর মধ্যে একটি হলো নেপাল। নেপালের রাজধানীর নাম কাঠমাণ্ডূ। নেপাল প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদে পরিপূর্ণ। দেশটিতে বিভিন্ন আকৃতির পর্বতশৃঙ্গের পাশাপাশি রয়েছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। বিভিন্ন দেশ থেকে অর্থাৎ বিশ্বজুড়ে মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে।নেপাল ভ্রমণের সেরা সময় গ্রীষ্মকাল যা জুনের প্রথম দিকে শুরু হয় এবং আগষ্টে শেষ হয়। যা এক মায়ার দেশ নেপাল। হিমালয় কন্যা নামে তার পরিচিতি। সারা পৃথিবীর ভ্রমণ পিপাসু মানুষেরা যান সেখানে । অ্যাডভেঞ্চার প্রেমীদের তৃষ্ণা মেটাতে ব্যার্থ হয়নি নেপাল।
নেপাল ভ্রমণের উপযুক্ত সময়
এছাড়াও নেপাল ভ্রমণের সেরা সময় হচ্ছে বর্ষাকাল। মজার ব্যাপার হলো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল একইসময়ে শুরু হয় এবং শেষ হয়। এই ঋতুগুলো আসে বসন্তের পরেই এবং এই সময়টা হচ্ছে নেপাল ভ্রমণের সেরা সময়।

 পেজের সূচিপত্র ঃ

কাঠমান্ডূর দর্শনীয় স্থানঃ 

নেপালের রাজধানী কাঠমান্ডূ বসে আছে আরও নানারকম দেখার মতো স্থান নিয়ে । এটি একটি বৃহত্তম মহানগর ও রাজধানী যেখানে বাস করে প্রায় ৫০ লাখ মানুষ। নেপালে ঘুরতে এসে কাঠমান্ডূতে না আসলে কিছুটা অতৃপ্ততা থেকে যাবে। নেপালে ভ্রমণের সেরা সময় কাঠমান্ডূর জন্য অক্টোবর ও নভেম্বর মাস।

আরো পড়ুনঃ  সেরা সময় কাঠমান্ডূর জন্য অক্টোবর ও নভেম্বর মাস। 

এই সময় আবহাওয়া শুস্ক থাকে এবং ঠান্ডা অন্য সময়ের থেকে কম থাকে। খুব ভালো লাগে যে প্রচন্ড শীতেও কাঠমান্ডূতে বরফ পড়েনা। কম খরচে নেপাল ভ্রমণের সেরা সময় হলো মার্চ থেকে এপ্রিল এর মাঝামাঝি। যা কাঠমাণ্ডূ ঘুরে আসার জন্যও সঠিক সময়। দর্শনীয় স্থানগুলো হলোঃ
  • পশুপথিনাথ মন্দির
  • স্বয়ম্ভূনাথ স্তুপ
  • বৌদ্ধনাথ স্তুপ
  • কোপান মনেষ্ট্রি
  • কাঠমান্ডূ দরবার স্কয়ার, পাটান, ভক্তপুর
  • থামেল যা পর্যটকদের প্রাণকেন্দ্র
  • গার্ডেন অফ ড্রিমস

আমরা সূর্যোদয়ের প্রথম দৃশ্য দেখতে পাচ্ছিঃ 

খুব ভোরে সূর্যোদয় হয় এবং দিনের শেষ অবধি পর্যন্ত স্থায়ী থাকে। দিন থাকে বড় এবং রাত ছোট ও উষ্ণ হয়। লিমভ্যালি, ডলপো, মানাং, এভারেষ্ট এবং আরও উচ্চ হিমালয় দেখার জন্য গ্রীষ্মকালে নেপাল ভ্রমণের জন্য সেরা সময়। গ্রীষ্মকাল ও শরৎকাল সূর্যোদয়ের প্রথম দৃশ্য দেখার জন্য এক চমৎকার ঋতু আর তখন হিমালয়ের পৃষ্ঠদেশে সূর্যের আলো যেনো আছড়ে পড়ে। সূর্যকে কাছ থেকে দেখবার এক অপূর্ব মুহুর্ত ঘটে থাকে শুধুমাত্র নেপালে। তাই এই ঋতুগুলো হলো নেপাল ভ্রমণের সেরা সময়।

ট্রেকিং করার জন্য নেপাল ভ্রমণঃ

সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শরৎকালের মধ্যে পড়ে। ট্রেকিং করার জন্য নেপাল ভ্রমণের সেরা সময় হলো শরৎকাল। এই ঋতু দীর্ঘ ট্রেকিং এর জন্য সবচেয়ে ভালো। কারণ তখন পথটি কুয়াশাচ্ছন্ন থাকেনা। সেই সময় ট্রেকিং রুট জুড়ে আপনি সুন্দর লাল রডোডেনড্রন ফুল ও বিভিন্ন রঙের ফোটা ফুল দেখতে পাবেন। নেপাল ট্যুরিজমের একটি বড় অংশ হলো হিমালয় রেঞ্জে ট্রেকিং। নেপালেই রয়েছে বিশ্বের সবচেয়ে এক্সাইটিং কিছু ট্রেক। দেখতে পাবেন অসম্ভব সুন্দর স্বর্গীয় কিছু দৃশ্য।

বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণের সেরা সময়ঃ

সন্ত ( মার্চ থেকে মে ) এবং শরৎ (সেপ্টেম্বর থেকে নভেম্বর) ঋতুতে এই সময় আবহাওয়া খুব সুন্দর থাকে যা বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণের সেরা সময়। এই সময় আকাশে মেঘ থাকেনা অনেক গাছ, ফুল দেখা যায় এবং অনেক দূর থেকেও হিমালয়ের দৃশ্য দেখা যায়। নেপালিরা আমাদের মতো ডাল ভাত প্রিয় তবে আমাদের মতো তারা মসলা ব্যবহার করেনা।কিন্তু নেপালিদের খাবার অনেক সুস্বাদু হয়। তাদের পছন্দের খাবার মোমো, সিঙ্গাড়া ,নানা রকম পিঠা ও ডেজার্ট জাতীয় খাবার। নেপালে সার্কভুক্ত দেশ তথা বাংলাদেশিদের জন্য বিনামূল্যে অন -এরাইভাল ভিসার ব্যবস্থা আছে। নেপালের ভিসা পেতে আপনাকে নেপাল এমব্যাসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অন-এরাইভাল ভিসা এপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।

কোথায় থাকবেন এবং খাবেনঃ

থাকার জন্য নেপালের থামেলের চেয়ে আর সুন্দর জায়গা দ্বিতীয়টি নেই। তবে একটু ঘুরে ঘুরে যাচাই বাছাই করলে এবং গলির মধ্যে পাওয়া যায় কিছু সস্তা হোটেল যা নিজেদের সাধ্যের ও বাজেটের মধ্যে। লোকাল দোকান, ক্যাফে এবং রেস্তোরায় ভরা জনপ্রিয় পর্যটন জেলা থামেল।

নেপাল ভ্রমণ টিপসঃ 

  • নেপালিরা ভীষণ অতিথিপরায়ণ, শান্তিপ্রিয় ও সাহায্যকারী । 
  • সেখানে গিয়ে তাদের সংস্কৃতিকে  যথাসম্ভব সম্মান দেখান
  • টাকা এয়ারপোর্ট থেকে না ভাঙ্গিয়ে বাইরে মানি এক্সচেঞ্জ থেকে ভাঙালে টাকা বেশি পাওয়া যায়
  • নেপাল ভ্রমণের সেরা সময় ঠাণ্ডায়। তাই হোটেল নেবার সময় গরম পানির ব্যবস্থা আছে কিনা তা জেনে হোটেল নেবেন 

শেষ কথাঃ

আশা করি ব্লগটি আপনার ভালো লেগেছে। যেহেতু নেপালে অনেক পর্যটন কেন্দ্র আছে। সেহেতু ঋতু পছন্দ করে আপনি নেপাল ভ্রমণের সেরা সময়ে যাবেন। আর পর্যটন কেন্দ্রের কেন্দ্র বিন্দু হলো থামেল। সেখানে খাওয়া দাওয়া থাকা খেয়াল রেখে করতে হবে । কারণ ট্যুরিষ্ট এলাকা হিসেবে এখানে অবশ্যই দাম স্বাভাবিক রকমের বেশি থাকবে।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনার মূল্যবান মতামত দেন। এখানে প্রতিটি মতামতের রিভিউ প্রদান করা হয়।

comment url