ios 14 এবং ipados 14 এ সিরি কে কিভাবে ফুল স্ক্রিনে দেখাবেন - টিপসগুলোর কার্যকারিতা

ios 14 এবং ipados 14 এ  সিরি কে কিভাবে  ফুল স্ক্রিনে দেখাবেন তা জানার জন্য আপনাকে গিয়ে "সিরি" অপশনটি খুজে বের করতে হবে সেটিংসে গিয়ে । সেখানে "Show Apps Behind Siri" অপশনটি প্রথমে বন্ধ করার জন্য খুঁজে বের করে বন্ধ করতে হবে। এরপর ফুল স্ক্রিন মোডে সিরিকে দেখা যাবে।

আইফোনে ও আইপ্যাডে সিরি সক্রিয় করে ব্যাকগ্রাউন্ড ঝাপসা করুন

শুধুমাত্র আপনার কণ্ঠস্বর দিয়ে দৈনন্দিন কাজ করুন। বাক্যাংশ অনুবাদ করতে, আলারাম সেট করতে, লোকেশন খুঁজে বের করতে, আবহাওয়া সম্পর্কে রিপোর্ট করতে ও ওয়েব থেকে সংক্ষিপ্ত তথ্য পেতে সিরি ব্যবহার করুন। আপনি নিজের কণ্ঠস্বর দিয়ে সিরি সক্রিয় করলে সিরি উচ্চস্বরে উত্তর দেয়।

 পেজ সূচিপত্রঃ ios 14 এবং ipados 14 এ  সিরি কে কিভাবে  ফুল স্ক্রিনে দেখাবেন

 ios 14 এবং ipados 14 এ  সিরি কে কিভাবে  ফুল স্ক্রিনে দেখাবেন

 ios 14 এবং ipados 14 এ  সিরি কে কিভাবে  ফুল স্ক্রিনে দেখাবেন তা আনতে চাইলে সেটিংস থেকে সিরি এন্ড সার্চ অপশনে যেতে হবে যেখানে সিরি রেসপন্সেস অপশনটি নির্বাচন করে "Always Show Full Screen" চালু করতে হবে।  ios 14 ও ipados 14 আগের চেয়ে ছোট করা হয়েছে যা ব্যবহারকারীদের জন্য চলমান কাজের মাঝে ব্যাঘাত কমায়। তবে কেউ যদি আগের ব্যবহার করতে চান তবে এটি সেটিংস থেকে পরিবর্তন করতে পারবেন সুতরাং  ios 14 এবং ipados 14 এ  সিরি কে ফুল স্ক্রিনে দেখানোর কোনো দরকার নেই কারণ এটি পরিবর্তন করার মতো নতুন কোনো সেটিংস নেই এমটি বলছে কিছ ওয়েবসাইট।

ios 14 এবং ipados 14 এ  সিরি কে কিভাবে  ফুল স্ক্রিনে দেখাবেন অ্যাপল দ্বারা তৈরি এবং এটি বাজারজাত করা হয় এটি কম্পিউটার অ্যারেস্ট ট্যাবলেট একটি ব্র্যান্ড এবং এটি কোম্পানির মোবাইলের অপারেটিং সিস্টেম আই ও এস এর পরবর্তীতে আইপ্যাড পরিচালনা করে জনপ্রিয়তার কারণে আইপ্যাড শব্দটি কখনো কখনো হিসেবে ব্যবহৃত হয় প্রাথমিকভাবে আই কার্ড এর জন্য ব্যবহৃত হতো কিন্তু 2019 সালের সেপ্টেম্বর মাস ছিল অপারেটিং সিস্টেম

Iphone এবং ipad এ সিরি সক্রিয় থাকাকালীন ব্যাকগ্রাউন্ড অস্পষ্ট করুন।

কার্যকারিতা থাকা সময় পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কে ঝাপসা করার পাশাপাশি আপনি সর্বশেষ সংস্করণটি আপনাকে রিয়েল টাইম দিয়ে বক্তৃতার মাধ্যমে ট্রান্সক্রিপশন সক্ষম করার সুযোগ করে দেয় যদি মিস করেন তাহলে ভার্চুয়াল সহকারীকে আপনার বিশেষ অনুরোধ করতে চান তাহলে আপনি ট্রান্সক্রিপশন টি পুনরায় ফিরে পেতে পারেন

জনপ্রিয়তার কথা ভাবলে বলতে হয় Siri এর সম্পূর্ণ নতুন কম্প্যাক্ট UI আরো কার্যকরী এবং দেখতে সুন্দর. এটি পরিবর্তনশীল ভার্চুয়াল সহকারী পুরো স্ক্রিনটি আপনি যখন ব্যবহার করেন তখন তার ক্যাপচার করে না. তাই আপনার চলমান কাজটি কখনো থেমে থাকে বলে  মনে হয় না। অনুমতি দেয় দৃশ্য থাকায় যাতে ব্যক্তিগত কথা কথোপকথন চলে যখন, তখন আপনার কাজের ক্ষেত্রে বাধা যেনো না হয় ব্যাকগ্রাউন্ড  মনে করেন যদি বিভ্রান্তিকার হচ্ছে তাহলে ঝাপসা করে   পুরো স্ক্রিনে ios 14 ও ipados 14 কে চালু করতে পারেন।

Siri কে ফুল স্ক্রিন করার জন্য ধাপগুলো হলঃ

  • সেটিংসে যান
  • Siri এন্ড সার্চ অপশনটি নির্বাচন করুন
  •  Siri Responses অপশনটি খুঁজুন এবং সেটি নির্বাচন করুন
  • অলওয়েজ শো ফুল স্ক্রিন অপশনটি চালু করুন

এই সেটিংস পরিবর্তন করার পর সিরি কে ডাকলে সেটি ফুল স্ক্রিন মোডে দেখা যাবে। আবার ios 14  এবং ipados 14 এ  সিরি কে কিভাবে  ফুল স্ক্রিনে দেখাবেন  যেভাবে তা হলো  ios 14 ও ipados 14 ফুল স্ক্রিন করতে আপনাকে সেটিংস থেকে অপশনটি বন্ধ করতে হবে

এখানে ধাপগুলো দেওয়া হলোঃ

  • সেটিংস অ্যাপে যান
  • "Accessibillity" অপশনটি খুঁজুন এবং এটিতে ক্লিক করুন
  • Siri অপশনটি খুঁজুন এবং এটিতে ক্লিক করুন
  • "Show Apps Behind Siri নামে একটি অপশন আপনি যখন দেখতে পাবেন সেটি বন্ধ করবেন।
  • এভাবে siri ফুল স্ক্রিন মোডে চলে আসবে এবং আগের মতো পুরো স্ক্রিন দখল করবে।

ios 14 আপনার আইফোনে সিরি উন্নত করার উপায়

  • Message App ব্যবহার করে

যে বার্তাগুলো অডিওতে কেবল মেসেজ অ্যাপ এর ভেতর রেকর্ড করা হয় এবং পরবর্তীতে সেগুলোর মেসেজ অ্যাপ থেকে পাঠানোর জন্যকাজ করতো। যা  ছিল শুধু মাত্র কথা আদান-প্রদান এর জন্য অর্থাৎ কথা বলার জন্য একটি iMessage । সিরি বর্তমানে  MMS text এর সাথে কাজ করে যাচ্ছে Apple ছাড়াই 

শুধু তাই নয় যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদের কাছে তথ্য পাঠানো সহজ হয়েছে। অডিও বার্তা বললে সিরি তাৎক্ষণিকভাবে রেকর্ড করে আপনাকে শোনার , আবার রেকর্ড করার এবং আরেকটি পাঠানোর বিকল্প করে দেবে । CarPlay থেকেও এই কাজ আপনি করে নিতে পারবেন এবং Sirikjit  ব্যবহার করেও আপনি আরো  মত মেসেজিং অ্যাপগুলিতে অনায়াসে কাজ করতে পারবেন।

  • অ্যাপেল ইউজার ইন্টারফেস দিয়ে

বর্তমানে অ্যাপেল ইউজার ইন্টারফেস দিয়ে একটি নতুন ডিজাইন করছে এবং সিরির অভিজ্ঞতাকে নতুন করে কল্পনা করে যা  কম্প্যাক্ট ও বিশৃঙ্খলা মুক্ত করছে। আপনার যা কিছু আছে তা দখল করা বা ব্যাহত করার পরিবর্তে ব্যক্তিগত সহকারি হিসেবে যে চিহ্নটি দেখায়, সেটি স্ক্রিনের নিচে রঙিন গোলক আকারে উপস্থিত হয়। আপনার কথা বলার পর উত্তর বা উত্তরের ফলাফল বা যোগাযোগ করার জন্য যে সমস্ত বিষয় দিয়ে আছে তাই স্কিনের শীর্ষে বিজ্ঞপ্তি আকারে তা দেখা যাবে।

আরো পড়ুনঃ iOS 14 এর নতুন আকৃতি স্বীকৃতি টুল দিয়ে নোট অংকন এবং টিকাগুলিতে নিখুঁতাকার তৈরি করুন

 তবে একটু সমস্যা মনে হয় যে গোলকের উপরে নিচে এটি ছোট অকার্যকর এক ব্যানার হিসেবে উপস্থিত হবে এবং অনেক সময় তা কাজের ব্যাহত ঘটাবে।   এটা প্রমাণিত যে এটি ইন্টারনেট ব্যবহার করে এমন প্রশ্নের উত্তর দিতে পারে এবং পূর্ববর্তী iOS সংস্কার গুলোর তুলনায় শক্তিশালী উত্তর প্রদান করে AI , বর্তমানে আরো ধীরে ধীরে উন্নত হতে চলেছে।

  • ios 14 ব্যবহার করে সিরিতে অনুবাদ করা যেতে পারে

 ios 14 এবং ipados 14 এ  সিরি কে বিভিন্ন ভাষায় দেখানো যায়  ইতালিয়া থেকে ইংরেজি ,ফরাসি থেকে ইংরেজি, জাপানি থেকে ইংরেজি রাশিয়ান থেকে ইংরেজি পর্তুগিজ থেকে ইংরেজি আরবি থেকে ইংরেজি ভাষা এই ভাষাগুলো থেকে ios 14 ব্যবহার করে সিরি খুব সুন্দর ও সহজে ভাষার অনুবাদ আতে পারে

  • সিরি আপনাকে সাইকেল চালানো দিকনির্দেশনা দিতে পারে

গুগল ম্যাপ এর মাধ্যমে সাইকেল চালানোর দিকনির্দেশনা এক স্থান থেকে অন্য স্থানে করা যায় এবং অ্যাপল অবশেষে তার স্থানীয় ম্যাপ অ্যাপ এ একই রকম বৈশিষ্ট্য যুক্ত করেছে। ম্যাপে নিয়মিত দিক নির্দেশনার মত আরেকটি দিক নির্দেশনার সিরির সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন সাইকেল চালানো। ফ্রী যখন বুঝতে পারবে তার দিকনির্দেশনা কি এবং তখন সে সাইকেল চালানোর নির্দেশনা জন্য একটি পরামর্শ দেবে অবস্থান অনুযায়ী।

  • সিরি  আপনার ETA ম্যাপে শেয়ার করতে পারেন

সিরির আরেকটি বৈশিষ্ট্য হল ম্যাথ অ্যাপের মাধ্যমে আগমনে আনুমানিক সময় বা ETA শেয়ার করতে বলার ক্ষমতা  ইতিমধ্যে অ্যাপল ওয়েবসাইট ড্রাইভিং দিক নির্দেশনা শুরু করতে বললে আপনার ETA শেয়ার করলে অ্যাপেল আইডি ইমেইল এর মাধ্যমে  আপনার নাম  পরিচিতিদের কাছে সাথে সাথে  তথ্য পৌঁছে যাবে।

  • সিরি বিভিন্ন ভাষায় কণ্ঠস্বর রয়েছে

প্রাকৃতিক টেক্সট টু স্পিচ প্রযুক্তি ব্যবহার করে সিঁড়ি অ্যাপেলের নতুন ভয়েস দিয়ে বিভিন্ন ধরনের ভাষাকে ইংরেজি ভাষায় রূপান্তরিত করতে পারে।

  • সিরি উন্নত উইজেট রয়েছে

উইজেট দ্বারা টুডে ভিউতে আমরা শর্টকাট সাজেশন এর জন্য একটি নতুন উইজেট পেয়েছি    রয়েছে  তা সিরির মতো কাজ করে যায় এবং শর্টকাট তথ্য প্রদান করে কেবল পরামর্শ গুলো ট্যাগ করলেই কাজ করে তাই আপনাকে কোন গোপনীয়তার সমস্যা নিয়ে চিন্তা করতে হবে না।

  • সিরি মেইলের সম্ভাব্য রিমাইন্ডার চিনতে পারে

অ্যাপেলের মতে  সিরি নতুন ইমেইলের মধ্যে রিমাইন্ডার চিনতে পারে কারণ রিমাইন্ডার অ্যাপের যোগ করার পরামর্শ দেওয়া আছে ম্যানুয়ালি মেল থেকে। 

  আরো পড়ুনঃ অ্যাপল ম্যাপ থেকে পরিচিতিদের সাথে আপনার ETA কিভাবে ম্যানুয়ালি বা স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করবেন

 ios 14 এ iMessage বা টেক্সটের মাধ্যমে সিরি ব্যবহার করে পাঠানো যায়  অডিও বার্তা

 ios 14 এ সিরি এর স্লিম কমেছে। অ্যাসিস্ট্যান্ট এখন আইফোন হাইজ্যাক করার পরিবর্তে স্ক্রিনের নিচে একটা কম্প্যাক্ট আইকন হিসেবে ছোট আকারে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটি কে ইউজার ইন্টারফেসের জন্য একটি সুন্দর পরিবর্তন। যা আগে কিছুটা জটিল মনে হতো কিন্তু বর্তমান সময়ে সিরি এর UI হতে অর্থ ক্ষমতা গুলির অনেক জটিল মনে হয় না  কারণ আপনাকে নিজ ভয়েস ব্যবহার করে অডিও বার্তা রেকর্ড পাঠাতে এবং রেকর্ড করতে দেয়।

 ios 14 এবং ipados 14 এ  সিরি কে নিয়ে কাজ করা সহজ হয়ে গেছে। সিরি  ম্যাসেজ বা অডিও বার্তা রেকর্ড করতে এবং পাঠাতে পারত না অথচ বর্তমানে শিরি এখন রেকর্ড নির্ভর হয়েছে। সিরি ব্যবহার করে অডিও বার্তা পাঠাতে এবং রেকর্ড করতে দেয়। iMessage মেসেজ এ এখন অডিও রেকর্ড করা সম্ভব হয় ।এটিও একটি মূল্যবান সংযোজন যা ভার্চুয়াল সহকারীর কাজ এটির মাধ্যমে আপনি বন্ধু-বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে যোগাযোগ ও অনেক সহজ হয়েছে।

অডিও বার্তাটি চালান ,পাঠান, বাতিল করুন অথবা পুনরায় রেকর্ড করুন

আপনি গান গাইতে গাইতে যদি গান গাওয়া বন্ধ করেন বা কথা বলতে বলতে কথা বলা বন্ধ করেন তাহলে  সিরি নিজ্  থেকেই রেকর্ডিং বন্ধ করে দেবে এবং অডিও বার্তা বা কয়েকটি বিকল্প সহ একটি পপ  আপ দেখাবে। শুধু তাই নয় যাচাই করনের পর ঠিক আছে কিনা এবং এটি পাঠানো হয়েছে বলেও আপনাকে জানিয়ে থাকবে । আপনি নিজে থেকে স্ক্রিনের বোতাম গুলি নিজেই  ট্যাপ  করতে পারবেন।

ios 14 এবং ipados 14 এ  সিরি কে কিভাবে  ফুল স্ক্রিনে দেখাবেন

 অথবা আপনার কণ্ঠ দিয়ে  সিরিকে্ বলতে পারবেন যে আপনার অডিও বার্তাটি চালাতে, কিংবা আপনার অডিও বার্তা কে বাতিল করতে কিংবা পাঠাতে বা আবার রেকর্ড করতে চান কিনা সেটা বলে দিতে। মজার ব্যাপার হচ্ছে সিরি নিজে থেকে বলে দিবে সেটা বাতিল হয়েছে কিনা বা পাঠানো হয়েছে কিনা। পাঠানোর পরে দেখা যাবে যে অডিও বার্তাটির জায়গাটি নীল হয়ে যাবে এই নীল হওয়ার কারণ হচ্ছে সে নির্দেশ করবে যে এটির কাজ হয়ে গিয়েছে।

আইফোনে ও আইপ্যাডে সিরি সক্রিয় করে ব্যাকগ্রাউন্ড ঝাপসা করুন

 ios 14 এবং ipados 14 এ  সিরি কে ঝাপসা করলে সিরি সক্রিয় থাকবে এবং ট্রান্সক্রিপসানটি চালু হয়ে কাজের সুযোগ দেয় । আপনি যদি ভার্চুয়াল সহকারীকে  ট্রান্সক্রাইব করতে চান  বা পুরানা সিরির UI  মিস করেন অনুরোধ সহকারে বললে ত্রান্সক্রিপ্সহন্টি ফিরে পাবেন।আপনি যদি কিছু পরিব্তনটির সময় কিছু উল্লেখযোগ্য উপাদান নষ্ট না করা রেখে দিলেপরবর্তী কাজগুলো করা দ্রুত যাবে। নিম্নে আলোচনা করা হলোঃ

  • প্রথমে আইফোন বা আইপ্যাডে শুরু করতে সেটিংস App চালু করুন। 
  • এরপর ট্যাপ করুন "Accessibillity"
  • নিচে স্ক্রোল  করে গিয়ে সিরি তে ক্লিক করুন
  • "Show Apps Behind Siri" এর পাশে যে সুইচ আছে তা বন্ধ করুন।

iOS  এ সিরি কে ফুলস্ক্রিনে দেখান ব্যাকগ্রাউন্ড ব্লার করে

সিরিকে বিভ্রান্তিমুক্ত কথা বলা  থেকে অস্পষ্ট করার সবচেয়ে ভালো পন্থা হলো Appটিকে সক্রিয় রাখা।তবে এখন ভার্চুয়াল সহকারীকে google সহকারীর শ্রেষ্ঠ করার জন্য যে চ্যালেঞ্জ করা হয় এখনো অনেক কাজ এভাবে করতে হয় একটিকে সক্রিয় করে অস্পষ্ট করার জন্য এরপরেও আমরা প্রত্যেকেই একসাথে একমত খুঁজে আগে চেয়ে বর্তমানে ব্যাপকভাবে উন্নত হয়েছে।

 iOS ব্যাকআপ  আর্কাইভ করুন

 ios 14 এবং ipados 14 এ  সিরি কে কিভাবে  ফুল স্ক্রিনে দেখাবেন একজন আইফোন ব্যবহার করে ওই ব্যবহারকারীর হিসেবে অন্য কারো সামনে নতুন বৈশিষ্ট্য পরীক্ষার চেয়ে অত্যাচারের মতো জ্বালানো আর কিছু নেই । তবে যদি আপনি সরাসরি iOS এ প্রবেশ করেন এবং পরবর্তীতে প্রবেশ করানো করার পর যদি ভুল হয়ে যায় তাহলে নতুন করে আবার ডাউনলোড করে ব্যাকআপ আপনার ব্যাকআপ না থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে । iClouds এখানে কোন বন্ধু থাকবে না। সেখানে ব্যাকআপ শুধুমাত্র আইওএস ফোর্টিন বা আইওএস ফোর্টিন বিটার সাথে করবে কাজ বিটা থেকে বাঁচতে আপনাকে আইওএস ফোরটিন এ ফিরে অবশ্যই যেতে হবে না।

 আপনি আপনার iphone এ গিয়ে বিটা প্রোফাইল মুছে ফেলতে পারেন এরপর আপনি ডিভাইসটিকে আবার চালু করেন পরবর্তীতে আরেকটি সংস্করণ প্রকাশ না করা পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয় মনে রাখতে হবে যে বিটা প্রোফাইল যখন আমরা ইন্সটল করব তারা আগে ইনক্লাউড দিয়ে আপনার আইফোন বা ব্যাকআপ করতে অবশ্যই ভুলবেন না এরপর আমরা আর টাইপ করার পরামর্শ করবো তবে আমরা এটি ব্যাকআপ নিয়ে আর বাই আর টাইপ করে থাকবো তবে আর টাইপ করে থাকলে আপনার ব্যাকআপ ওভাররাইট করতে পারবে না কম্পিউটার।

আইফোনের জন্য iOS 14 বৈশিষ্ট্য সেরা লুকানো এবং সবচেয়ে শক্তিশালী নতুন পরিবর্তন


 ios 14 এবং ipados 14 এ  সিরি কে কিভাবে  ফুল স্ক্রিনে দেখাবেন তা জেনে সেপ্টেম্বর iOS 14 এর পাশাপাশি এসেছে আইপ্যাড । এখানেই আবিষ্কার করা এবং ফটোতে নতুন ক্ষমতা এখানে  অনেক কিছু আছে যা আসলে সবকিছু মুখস্ত করতে মাত্র আপনার কয়েক মাস লাগবে । যদি iOS কটন সম্পর্কে একটু সতর্কবোধ করি।

তাহলে সমস্ত ত্রুটি গুলোর সমাধান খুব সহজে হয়ে যাবে এবং এরপর আমরা সমাধান করার পরে ইন্সটল করতে না চাই তাহলে অফার করা যা কিছু দেখেছি তা দেখানো সকলে মিলে চেষ্টা করি নতুন বৈশিষ্ট্য গুলো শুরু থেকে সেরা হওয়ার পরেও লুকানো কিছু বৈশিষ্ট্য এবং সবচেয়ে উত্তেজনা পূর্ণ পরিবর্তন আনতে পারে আপনি আইওএস আপডেট করতে পারেন ।
ios 14 এবং ipados 14 এ  সিরি কে কিভাবে  ফুল স্ক্রিনে দেখাবেন


আপনি অ্যাপেল One এ সাবস্ক্রাইব করতে পারেন

আপনি যদি সকল ধরনের সাবস্ক্রিপশন করতে পছন্দ করেন তাহলে আপনি অ্যাপেল One মত একটি অ্যাপসে সকলের জন্য অর্থ প্রদান করতে পারেন যেমন পারিবারিক পরিকল্পনা আছে। .আপনি আপনার জন্য উপযুক্ত একটি বেছে নিবেন ইফতারের টাকা রাখার জায়গা আছে যেভাবেই হোক আপনি আলাদা আলাদা ভাবে অর্থ প্রদানের পরিবর্তে সঞ্চয় করতে পারবেন। সাধারণত অ্যাপল দ্বারা তৈরি একটি ট্যাবলেট কম্পিউটার যা বাজারজাতকৃত করা হয়। 

একটি ব্র্যান্ড এবং এটি কোম্পানির মোবাইল অপারেটিং সিস্টেম iOS এবং পরবর্তীতে ipadOs পরিচালনা করে প্রথমে আইপ্যাডের জন্য ব্যবহৃত হয় এর প্রধান সংস্করণগুলি প্রতিবছর প্রকাশিত হচ্ছে বিভিন্ন মাধ্যমে অনুমোদনের সাপেক্ষে ডেল ব্রেকিং এর জন্য যে ডিভাইস ।. বাজারজাত করা হয় এত বেশি যে তাকে ট্যাবলেট বলে ডাকা হয়। একটা ব্র্যান্ড কোম্পানি মোবাইল সিস্টেমকে iOS এবং পরবর্তীতে iPadOS ওয়েব পরিচালনা করে

শেষ কথাঃ ios 14 এবং ipados 14 এ সিরি কে কিভাবে ফুল স্ক্রিনে দেখাবেন।

iOSএবং  আইফোনের আইওএস অপারেটিং সিস্টেম প্রাথমিকভাবে আইপ্যাড এর জন্য ব্যবহৃত হতো কিন্তু ২০১৯ সালে সেপ্টেম্বরে অপারেটিং সিস্টেমটি আইপ্যাডের আইওএস এর একটি ফোর এর সুইচ করা হয় হার্ডার এর জন্য আরো ভালো সমর্থন করার জন্য এবং ট্যাবলেট এর বড় স্ক্রিনের জন্য যে কিছু তৈরি হয় তার ইন্টারফেস রয়েছে অনুমোদন সাপেক্ষে এড়িয়ে যাওয়া জন্য।

জনপ্রিয়তার ঊর্ধ্বে এই জন্য আইপ্যাড শব্দটি কখনো কখনো ট্যাবলেট কম্পিউটারের জন্য একটি সাধারণ নাম হিসেবে পরিচিত। আইফোনের আই ও এস অপারেটিং সিস্টেম প্রাথমিকভাবে আইপ্যাডের জন্য ব্যবহৃত হতো ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি আইপ্যাড এ আমরা সাধারণত ব্যবসা শিক্ষা স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তির সাথে এই এগুলো ব্যবহার করতে পারি কিন্তু আমরা এগুলোতে সঠিক জায়গায় ব্যবহার না করে আমরা যেখানে ব্যবহার করা হবে না সে সব জায়গায় ফোন ব্যবহার করে থাকি এবং অন্যটিতে নেটওয়ার্কের জন্য   

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনার মূল্যবান মতামত দেন। এখানে প্রতিটি মতামতের রিভিউ প্রদান করা হয়।

comment url