লাটভিয়া যেতে কত টাকা লাগে ও সর্বনিম্ন বেতন কত
লাটভিয়া যেতে কত টাকা লাগে জানতে হলে ইউরোপে এমন একটি দেশ আছে যার নাম অনেকে হয়তো শুনেছেন। কিন্তু জানেন না কতটা চমৎকার এই দেশটি। নাম তার লাটভিয়া। ছোট্ট একটি দেশ। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য , আধুনিক জীবনযাপন আর অসাধারণ সুযোগের এক অনন্য মিলন স্থল ।
চলুন আজ আমরা জানবো লাটভিয়া কেমন দেশ? কিভাবে আপনি সেখানে যেতে পারেন ? খরচ কেমন, চাকরি ও বেতন কেমন ? আর কিভাবে নাগরিক হওয়া যায় লাটভিয়ার । লাটভিয়া বালটিক সাগরের তীরে উত্তর ইউরোপের একটি দেশ । সুন্দর স্থাপত্য,আধুনিক রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ মিশেল।
পেজ সূচিপত্রঃ লাটভিয়া যেতে কত টাকা লাগে
- লাটভিয়া যেতে কত টাকা লাগে
- লাটভিয়া কোন কোন কাজে চাহিদা বেশি
- লাটভিয়া যেতে প্রয়োজনীয় কাগজপত্র
- লাটভিয়া ওয়ার্ক ভিসা আবেদন
- লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা
- লাটভিয়া কাজের ভিসা প্রক্রিয়া
- লাটভিয়া সর্বনিম্ন বেতন কত
- লাটভিয়ায় নাগরিকত্ব পাওয়ার উপায়
- লাটভিয়া স্টুডেন্ট ভিসা
- উপসংহারঃ লাটভিয়া যেতে কত টাকা লাগে
লাটভিয়া যেতে কত টাকা লাগে
লাটভিয়া একটি সেনজেন ভুক্ত দেশ। এখানে হিউজ পরিমান কাজের সুযোগ রয়েছে। এখানে যদি আপনি আবেদন করেন ৯৫% ভিসা রেশিও । বাট এখানে আসার জন্য আপনার কি কি সুযোগ রয়েছে প্রথমত আমি বলব স্টুডেন্ট ভিসা। তারপর ওয়ার্ক ভিসা, তারপর বলব টুরিস্ট ভিসা এর কথা । বাংলাদেশ থেকে লাটভিয়া যেতে প্রথম খরচটি হয় বিমান টিকেট। একটি ওয়ান ওয়ে ফ্লাইটের খরচ পড়ে ৭০ হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত । রিটার্ন হলে তা প্রায় দেড় লক্ষ টাকা হতে প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে । লাটভিয়া যেতে ২ লাখ ৫০ হাজার টাকা থেকে তিন লাখ পঞ্চাশ হাজার মত পড়বে ।
ফ্লাইট খরচ যেটি ১ লাখ ৫০ হাজার থেকে দুই লাখ মত পড়ে। এটি সাধারণত ইউরোপ ফ্লাইট হয়ে থাকে । লাটভিয়া যেতে আপনার ভিসা ফি সাধারণত বিশ হাজার টাকা লাগবে । আপনি এক সপ্তাহ থাকতে চাইলে হোটেল ও খাবার খরচ সহ ৭০ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পড়বে । আপনি লাটভিয়া আসতে সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন । এতে করে আপনার খরচ কম পড়বে । বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন । এজেন্সির মাধ্যমে লাটভিয়া যেতে চাইলে আপনার খরচ আরো কিছুটা বাড়বে । তা হতে পারে সাত থেকে আট লক্ষ টাকা পর্যন্ত ।
লাটভিয়া কোন কোন কাজের চাহিদা বেশি
লাটভিয়া যেতে কত টাকা লাগে তা জানার পাশাপাশি আপনি যদি লাটভিয়া যেতে চান তাহলে আপনার জেনে নেওয়া প্রয়োজন লাটভিয়া কোন কোন কাজের চাহিদা বেশি । সর্বপ্রথম আপনার জেনে নেওয়া দরকার লাটভিয়া দেশটিতে কোন কোন ইন্ডাস্ট্রিগুলোতে কাজের ভিসায় আসার সুযোগ রয়েছে আমাদের জন্য । এই দেশটিতে যে সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজের ভিসায় আসার সুযোগ রয়েছে এইগুলো হলঃ আইটি এবং টেকনোলজি ।
যেখানে সফটওয়্যার ডেভলপার ইঞ্জিনিয়ার আইটি স্পেশালিস্ট ইত্যাদি প্রফেশনে ওয়ার্ক ভিসায় আসার সুযোগ রয়েছে । তাছাড়াও কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে স্কিলড এবং সেমি স্কিলড কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি । যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার , মেসন , প্লাম্বার , পেইন্টার , ইলেকট্রিশিয়ান , কনস্ট্রাকশন সাইট ম্যানেজার , সিভিল ইঞ্জিনিয়ার ইত্যাদি পজিশনে কাজের সুযোগ রয়েছে । এছাড়াও হেলথ কেয়ার সেক্টরে রয়েছে ডক্তার , নার্স , মিড ওয়াইভস , এবং কেয়ার কিভাইরের মতো জব গুলো ।
আরো পড়ুনঃ মালটা যেতে কত টাকা লাগে - আপডেট তথ্য
এছাড়া মেনুফাকচারিং ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরি ওয়ার্কার , মেশিন অপারেটর ,
টেকনিশিয়ান , হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টরে হোটেল স্টাফ সেফ , ওয়েটার এবং
হাউজ কিপিং এর মত জবগুলো অ্যাভেলেবেল রয়েছে । এছাড়া লজিস্টিক এবং
ট্রান্সপোর্টের ইন্ডাস্ট্রিতে ড্রাইভার , ওয়ার হাউজ ওয়ার্কার এবং লজিস্টিক কো
অর্ডিনারি মত কাজগুলো রয়েছে ওয়ার্কারদের জন্য । মূলত এই কাজগুলোতে আপনার এখানে
কাজের ভিসায় আসার সুযোগ পাবেন ।
লাটভিয়া যেতে প্রয়োজনীয় কাগজপত্র
লাটভিয়া যেতে কত টাকা লাগে তা জানার পাশাপাশি আপনার জানা জরুরী, লাটভিয়া যেতে প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে? এখানে কাজের ভিসায় আসার জন্য যা যা দরকার । এই সমস্ত বিষয়ে যদি প্রয়োজনীয়তার ভিত্তিতে তালিকা করা হয় তাহলে সবার প্রথমে আসবে আপনার এক্সপেরিয়েন্স । আপনি যে ফিল্ডে কাজ করবেন না কেন ,ওই ফিল্ডে আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে , এমন এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে ।
এবং মিনিমাম ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । যদি ইতিপূর্বে উল্লেখিত কাজগুলো নিয়ে এখানে ওয়ার্ক ভিসায় আসতে চান । তাহলে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সম্মানের হওয়া দরকার । তবে এই বিষয়টি ম্যান্ডেটরি নয় । তবে এটি কাজের উপর নির্ভর করে । এরপর হচ্ছে ভাষাগত দক্ষতা আপনার যদি ইংরেজি ভাষার দক্ষতার কোন সার্টিফিকেট থেকে থাকে । তাহলে এখানে ওয়ার্ক ভিসা নিয়ে আসার ক্ষেত্রে এ বিষয়টি হবে আপনার জন্য প্লাস পয়েন্ট।
এছাড়া আপনার কোন রকম ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না । আপনার হেলথ কন্ডিশন ভালো
হতে হবে অর্থাৎ আপনাকে শারীরিকভাবে সুস্থ হতে হবে । এছাড়াও প্রয়োজন হবেঃ
- বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থেকে এক বছর হতে হবে ।
- পাসপোর্ট সাইজের ছবি
- কোম্পানির কাজের অফার লেটার
- ভিসা অ্যাপ্লিকেশন ফরম
- টিকিট বুকিং কপি। অবশ্যই আপনাকে আপডাউন টিকিট কাটার কপিটি থাকতে হবে । এটি অবশ্যই আপনাকে এই ডকুমেন্টগুলোর সাথে সংযুক্ত করতে হবে ।
- ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ।
- ন্যাশনাল আইডি কার্ড (আর যদি না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন প্রয়োজন হবে)
লাটভিয়া ওয়ার্ক ভিসা আবেদন
লাটভিয়া তে কিভাবে ওয়ার ভিসা আবেদন করবেন তা জানা আপনার জন্য অত্যন্ত জরুরী ।
কোন এজেন্সির সহযোগিতা ছাড়াই নিজে নিজে ওয়ার্ক ভিসায় আসার জন্য আপনাকে সবার
প্রথমে যে কাজটি করতে হবে , তা হচ্ছে একটি নিয়োগ কারী কোম্পানি খুঁজে বের করা ।
ভিসা কি পরিশোধ করবেন ভিসা ফি সাধারণত ৬০ইউরো থেকে ৭০ ইউরোর মধ্যে হয়ে থাকে ।
এরপর ওই কোম্পানির কাছ থেকে আপনাকে প্রয়োজনীয় কাজের অফার লেটার এবং কাজের
কন্টাক্ট পেপার এবং ইম্পরট্যান্টলি একটি ওয়ার্ক পারমিটের দরকার হবে ।
আরো পড়ুনঃ আয়ারল্যান্ড বেতন কত জানুন আপডেট তথ্য
এই ডকুমেন্টসগুলো হয়ে গেলে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ।
বাংলাদেশিদের জন্য ভালো সুযোগ হচ্ছে এখন থেকে লাটভিয়ার ভিসা অ্যাপ্লিকেশন
বাংলাদেশে বসে করতে পারবেন এবং ঢাকায় অবস্থিত লাটভিয়া ভি এফএস গ্লোবালে এই ভিসা
অ্যাপ্লিকেশনটি করতে পারবেন । সেখান থেকে আপনি খুব সহজে ভিসা অ্যাপ্লিকেশনটি করে
আপনার কাঙ্খিত বিচার ফলাফল পেতে পারবেন ।আর যে সমস্ত প্রবাসী বাংলাদেশের বাইরে
রয়েছেন আপনাদের নিকটবর্তী লাটভিয়ার অ্যাম্বাসি থেকে ভিসার অ্যাপ্লিকেশনটি করতে
পারবেন ।
লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা
যদি আপনি লাটভিয়া কাজ করতে চান তাহলে আপনাকে জানতে হবে লাটভিয়া যেতে কত টাকা লাগে এবং লাট ভিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে । আর তাই আপনাকে প্রথমে লাটভিয়ার কাজের ভিসা বা ওয়ার্ক ভিসা পেতে হবে । লাটভিয়া কাজের ভিসা একটি সরকারি অনুমোদনপত্র। যা বিদেশী কর্মীদের লাটভিয়া কাজ করার অনুমতি দেয় । সাধারণত লাটভিইয়াই যারা দীর্ঘমেয়াদী কাজ করতে চান তাদেরকে এ ভিসা দিতে হয়। এই ভিসা মূলত একটি রেসিডেন্সিয়াল পারমিটের সঙ্গে সংযুক্ত ।
যা কাজের জন্য বিদেশী নাগরিকদের লাটভিয়া থাকার অনুমতি দেয় । লাটভিয়াই কাজের ভিসা বিভিন্ন ধরনের হতে পারে । নির্ভর করে আপনার কাজের ধরন এবং অবস্থানের উপর । মূলত এটি দুই ভাগে বিভক্ত হয়ে থাকে । যেমনঃ শর্ট টার্ম কাজের ভিসা । অর্থাৎ ৯০ দিনের কম সময়ে কাজ করার জন্য । এটা সাধারণত টুরিস্ট বা বিজনেস ভিসা আকারে দেওয়া হয় । আর আরেকটি হচ্ছে লং টার্ম কাজের ভিসা । যদি আপনার কাজের ভিসা ৯০ দিনের বেশি হয় তাহলে আপনাকে রেসিডেন্সি পারমিটের জন্য আবেদন করতে হবে । যা আপনার লং টার্ম কাজের ভিসাতে যুক্ত থাকবে ।
লাটভিয়া কাজের ভিসা প্রক্রিয়া
এখানে আপনাকে প্রথমে লাটভিয়া তে কাজের সুযোগ খোঁজা এবং প্রথমে আপনাকে চাকরি অফার লেটার পেতে হবে । এর জন্য আপনাকে করতে হবে ইউরোপিয়ান স্টাইলে সিভি তৈরি করা । আপনাকে সেই সিভিটি বিভিন্ন জব পোর্টাল লাটভিয়া কোম্পানির ওয়েবসাইটে বা লিংকড উইনার এর মাধ্যমে কাজ খুঁজতে হবে এবং কাজের জন্য তাদের কাছে আবেদন করতে হবে । সুযোগ বুঝে বেশ কয়েকটি কোম্পানিতে আপনাকে আবেদন করে রাখতে হবে । পরবর্তীতে আপনার চাকরির চুক্তি ।
আরো পড়ুনঃ সার্বিয়া যেতে কত টাকা লাগে - সার্বিয়ায় বেতন কত
অর্থাৎ আপনি যদি কোন কোম্পানিতে চাকরি পেয়ে যান । তাহলে তাদের সাথে চাকরির চুক্তি সম্পন্ন করবেন। লাটভিয়া সাধারণত কাজের ভিসা চুক্তি মেয়াদের উপর নির্ভর করে। যদি আপনি লং টার্ম কাজের ভিসা পান তবে এটি ১ থেকে দুই বছরে হতে পারে । তবে এই ভিসাটি পূর্ণ নবনীকরণ পরবর্তীতে করা যেতে পারে । তবে শর্ট টার্ম ভিসার চেয়ে লং টার্ম ভিসা প্রক্রিয়া অনেক সুবিধাজনক । কারণ লং টার্ম ভিসা পদ্ধতিতে আপনি পরবর্তীতে আপনি অন্য কোম্পানিতেচাকরি বা কাজ পরিবর্তন করে যেতে পারবেন ।
লাটভিয়া সর্বনিম্ন বেতন কত
লাটভিয়া সর্বনিম্ন বেতন জানতে হলে আপনাকে জানতে হবে প্রথমে লাটভিয়া যেতে কত টাকা লাগে সেই সম্পর্কে । লাটভিয়াই মাসিক গড় বেতন ১৩০০ ইউরো থেকে ২০০০ ইউরো হয়ে থাকে । যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে আপনি আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার টাকা থেকে প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে । তবে আপনার পেশা, অভিজ্ঞতা , দক্ষতার উপর নির্ভর করে এটা ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে । কিছু সেক্টর বা কাজের ধরন অন্যদের তুলনায় বেশি বেতন পাওয়া যায় ।
বিভিন্ন পেশায় গড় বেতন যেমনঃ তথ্যপ্রযুক্তির সাইডে যদি আপনি যান তাহলে আইটি
সেক্টরে ১৫০০ ইউরো থেকে ৩৫০০ ইউরো আপনার বেতন হতে পারে। প্রকৌশলী ইঞ্জিনিয়ার
১৪০০ ইউরো থেকে ১৮০০ ইউরো। শিক্ষক ১০০০ ইউরো থেকে ১৫০০ ইউরো । স্বাস্থ্যকর্মী
সেবা ১২০০ ইউরো থেকে ২৫০০ ইউরো । রেস্টুরেন্ট কর্মী ১০০০ ইউরো থেকে ১৫০০ ইউরো ।
ফার্ম , এগ্রিকালচার বিভিন্ন সেক্টরে সর্বনিম্ন ১০০০ ইউরো থেকে ১৫০০ ইউরো
পর্যন্ত হয়ে থাকে ।
লাটভিয়ায় নাগরিকত্ব পাওয়ার উপায়
টিআরসি কার্ডের ব্যাপারে বলতে হয় যে আপনি এক মাসের মধ্যেই টিআরসি কার্ড পাবেন । এটা প্রত্যেকটা কোম্পানি করে দিবে। আপনি চাইলে টিআরসি কার্ডের দ্বারা আপনার ফ্যামিলিকে আনতে পারবেন । এটা একটা হিউজ অপরচুনিটি । আপনি টিআরসি কার্ড পেলে আপনার স্পাউচ কে আনতে পারবে আর আপনি যদি বাংলাদেশ থেকে স্পাউসকে একসাথে আনতে চান সে ক্ষেত্রে প্রসেসিং ভিন্নধর্মী হবে বা একটু কঠিন হবে। সে ক্ষেত্রে প্রসেসিং ভিন্নধর্মী হবে বা একটু কঠিন হবে ।
তাই বলবো আপনি নিজে নিজে ভিসা প্রসেসিং করেন এরপর আপনি ফ্যামিলিকে আনেন । বাট সেটেলমেন্ট বা নাগরিকত্ব যে বিষয়টা মেটাতে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে বা ক্রাইটেরিয়া যে রয়েছে তা ফুলফিল করতে হবে। তারপর আপনাকে পেয়ারের জন্য আবেদন করতে হবে । পেয়ারের ক্ষেত্রে যে শর্তটি রয়েছে তা হলো বৈধভাবে পাঁচ বছর লাটভিয়াতে থাকতে হবে । ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট সেটা "A" ক্লাস একটা পরীক্ষা দিতে হবে । ইউরোপে প্রচলিত যে ভাষা রয়েছে তার উপর । এইভাবে লাটভিয়ায় নাগরিকত্ব পাওয়া যায়।
লাটভিয়া স্টুডেন্ট ভিসা
লাটভিয়া যেতে কত টাকা লাগে এটা যেমন জানা আপনার জন্য জরুরী তেমনটি জানা প্রয়োজন
লাটভিয়া স্টুডেন্ট ভিসা সম্পর্কে । আজকে আপনাকে আমি বলব ইউরোপে এমন একটি দেশ
যেখানে পড়াশোনা করতে বছরে শুধুমাত্র .৪ লাখ থেকে ৫ লাখ টাকা লাগে । আর এমন
একটা দেশ যেখানে আই ই এল টি এস শুধুমাত্র ৫.৫ স্কোর থাকলেই হবে । এটি এমন একটি
দেশ ইউরোপের যেখানে হাই ভিসার রেশিও । সেই দেশটি হচ্ছে লাটভিয়া ।
এই দেশে দুইটা অ্যাপ্লিকেশন পিরিয়ড রয়েছে । একটি হচ্ছে
- Spring in take ও অপরটি হচ্ছে
- Autumn intake
Spring in take এর জন্য শুরু হয় নভেম্বরে এবং শেষ হয় ডিসেম্বর। আর Autumn in take এর জন্য শুরু হয় মার্চ মাসে এবং শেষ হয় জুন মাসে । লাটভি আর কিছু ইউনিভার্সিটিতে এন্টারস এক্সাম লাগে । আর কিছু ইউনিভার্সিটিতে এন্টার্স এক্সাম লাগে না । যে ইউনিভার্সিটিতে ইন্টার এক্সাম লাগে না শুধুমাত্র এস এস সি ও এসএসসি স্কোর দিয়ে টিকে যেতে পারবেন । আর যে ইউনিভার্সিটিতে ইন্টার এক্সাম লাগবে , এই এন্টার এক্সামটা বেসিক হয় । আপনি যদি ইংলিশ ও অংকে ভালো হয়ে থাকেন । তাহলে ওই ইউনিভার্সিটিতে আপনি খুব ইজিলি পাস করতে পারবেন ।
উপসংহারঃ লাটভিয়া যেতে কত টাকা লাগে
লাটভিয়া ইউরোপের বালটিক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ দেশ। যা প্রাকৃতিক সৌন্দর্যে
এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিচিত। এই দেশটি বিভিন্ন কর্মীকে আকৃষ্ট করে। যারা
এখানে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ খোঁজে । লাটভয়ায় জীবনযাত্রা অন্যান্য পশ্চিমা
ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম । এর ফলে বেতন ও ক্রয় ক্ষমতা অনেক ভালো । আপনি
আরামদায়ক জীবন যাপন করতে পারবেন এবং বেশ কিছু অর্থ সঞ্চয় করার সুযোগও পেয়ে
যাবেন।
লাটভিয়া সরকার করতে ন্যূনতম মজুরি বর্তমানে 620 ইউরো প্রতি মাস হিসেবে। যা
বাংলাদেশী টাকায় সর্বনিম্ন ৬২০০০ বা ৭০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে । আপনার
আয়ের উপর আয়কর নির্ধারণ হয়ে থাকে এবং সেই আয়কর দিতে হবে । আপনি যদি সেখানে
কাজের ভিসা নিয়ে যেতে পারেন তাহলে অনেক নিয়োগকর্তার সেখানে থাকার ব্যবস্থা
পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা প্রদান করে থাকেন। এতে করে আপনার অনেকটা খরচ
কমে আসতে পারে।



আপনার মূল্যবান মতামত দেন। এখানে প্রতিটি মতামতের রিভিউ প্রদান করা হয়।
comment url