ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম

 ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম এর জন্য আমাদেরকে  ইউরোপের সেনজেনভুক্ত দেশ ইতালি সম্পর্কে জানতে হবে । ইউরোপে উন্নত দেশের মধ্যে একটি দেশ হচ্ছে ইতালি। ইতালিতে কৃষির কাজের চাহিদা ব্যাপক রয়েছে ।এজন্য ইতালিতে প্রতিবছর বাংলাদেশ থেকে বহু মানুষ কৃষি ভিসা নিয়ে  যায়।

ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম

ইতালি সরকার বাইরের দেশ থেকে কৃষিশ্রমিক নিয়োগ করার জন্য প্রতিবছর ইতালি কৃষি শ্রমিক সার্কুলার প্রকাশ করে থাকেন। বাংলাদেশ থেকে অনেকে কৃষি ভিসা নিয়ে ইতালি যেতে চাই। কিন্তু আবেদন ফরম কিভাবে পূরণ করতে হয় তা জানে না।আর তাই কৃষি ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে আর্টিকেলটি পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম

ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম

ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম এর জন্য নির্দিষ্ট কোন সরাসরি আবেদন ফরম অনলাইনে পাওয়া যায় না। এটি এমন একটি ফর্ম যা ডেক্রেটো ফলুসি কোটার অধীন একটি প্রক্রিয়া। যার মাধ্যমে ইতালিতে মৌসুমী কর্মী নিয়োগ করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে ইতালীয় নিয়োগকর্তার কাছ থেকে একটি প্রস্তাব পত্র চাকরির জন্য যে প্রস্তাব করবেন। সেই প্রস্তাব পত্রের নাম হলো নুল্লা ওস্তা ( Nulla Osta)। সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে অনুমোদিত নিয়োগকারী    আবেদনটি জমা দিবেন ইতালীয় কর্তৃপক্ষের কাছে।

তাই যখন সব প্রক্রিয়া শেষ হবে , তখন আপনি ভিসার জন্য যথারীতিভাবে আবেদন করতে পারবেন। ইতালির ভিসা পাওয়া অনেকটা সৌভাগ্যের একটা অংশ। কারণ বাংলাদেশের অধিকাংশ নাগরিক ইতালির ভিসা পাওয়ার জন্য বেশ আগ্রহ প্রকাশ করে থাকেন। বলতে গেলে একরকম বলা যায় যে কোনভাবেই হোক ইতালির ভিসা পেলে বেশ ভালোই হয়। কারণ অর্থনৈতিক দিক থেকে ইতালি বেশ উন্নত একটি রাষ্ট্র। তাই যারা ইতালি যেতে আগ্রহ প্রকাশ করছেন তারা অবশ্যই ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম সঠিকভাবে এই পোস্টটি পড়ে পূরণ করুন।

ইতালি কৃষি ভিসা পাওয়ার উপায় 

ইতালি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ। তাই বাংলাদেশ থেকে ইতালিতে কৃষি ভিসা নিয়ে অনেকে যেতে আগ্রহ প্রকাশ করে। আর এই আগ্রহকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদেরকে কৃষি ভিসা পেতে , ইতালি সরকার একটি সময় নির্দিষ্ট করে দেন ভিসার জন্য। সে সময় আমাদেরকে আবেদন করতে হয়। ইতালি কৃষি ভিসা পাওয়ার জন্য  আমাদের প্রয়োজন হয় নুল্লা ওস্তা । আর এই নুল্লা ওস্তা পাওয়ার জন্য প্রথমে আমাদের ইতালি থেকে একটি জবের অফার পেতে হয়।

ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম পূরণ করতে এবং বৈধভাবে সেখানে যাওয়ার জন্য এজেন্সির মাধ্যমে এই ভিসার প্রসেসিং করতে হয়। ভিসার প্রসেসিং করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এজেন্সির কাছে জমা দিতে হয়। এজেন্সি তার একটি নির্দিষ্ট ফি নিয়ে আবেদনকারীর ভিসা প্রসেসিং এর কাজ সার্বিকভাবে করে থাকে। তবে আরেকটি কথা না বললেই নয়, যদি ইতালিতে নিজের কেউ থাকে বা পরিচিত কেউ থেকে থাকে তাহলে্ ,  নিজেই  ইতালি কৃষি ভিসা প্রসেসিং করে সেখানে যাওয়া যায় । আর এভাবে যেতে পারলে খরচ অনেকটা কম হয়।

ইতালি কৃষি ভিসা প্রয়োজনীয় কাগজপত্র 

ইতালিতে কৃষি খাতে বেশকিছু কাজের সুযোগ থাকায় প্রতিবছর ইতালির সরকার কর্মীর জন্য নিয়োগ দিয়ে থাকেন। কারণ ইতালি একটি কৃষি প্রধান দেশ। তবে ইতালিতে জনসংখ্যা খুব কম। তাই কাজের জন্য ইতালির সরকার প্রতিবছর কৃষি খাতে কর্মী বাহির থেকে নিয়োগ দিয়ে থাকেন। তাই আপনি ইতালি যেতে  চান। ইতালিতে যেতে অর্থাৎ ইতালির ভিসা আবেদন করতে কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগে। তাহলে প্রয়োজনীয় কাগজপত্র ফরম পূরণের জন্য যেগুলো লাগবে তা নিম্নে উল্লেখ করা হলোঃ

  • পাসপোর্ট
  •  আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি 
  • জাতীয় পরিচয় পত্র
  • নুল্লা ওস্তা ( Nulla Osta) অর্থাৎ ওয়ার্ক পারমিট
  • ইতালি কৃষি আবেদন ফরম 
  • জব অফার লেটার 
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (যদি থাকে দিলে ভালো হয়)
  •  কাজের দক্ষতার সার্টিফিকেট 
  • কাজের অভিজ্ঞতার প্রমাণ 
  • পুলিশ  ক্লিয়ারেন্স 
  • মেডিকেল রিপোর্ট

ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন করার নিয়ম

ইতালিতে যেতে হলে প্রথমে ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম পূরণ করার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে । আপনি বৈধভাবে যাবেন এবং সেখানে যেসব কাজ পাওয়া যায় তার মধ্যে কৃষি ভিসা একটু সহজ । কারণ কৃষি ভিসার কোটা একটু বেশি থাকে। ইতালিতে যে পরিমাণ কাজের জন্য বিদেশী কর্মী নিয়োগ দেওয়া হয় তার  ৫০% কর্মী কৃষি ভিসা  উপর নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশিরা কৃষি ভিসা আসার জন্য বেশি পছন্দ করে। এটি একটি সিজনাল ভিসা।

আরো পড়ুনঃ  বাহরাইন যেতে কত টাকা লাগে - বাহরাইনে কাজের বেতন কত

অনুমোদিত নিয়োগ কারী যখন ইতালীয় কর্তৃপক্ষের কাছে আবেদনটি জমা দিবেন । তখন আবেদনটি সম্পন্ন করার জন্য যে পদক্ষেপগুলো আপনাকে নিতে হবে তা নিম্নরূপঃ

১। চাকরির প্রস্তাব ও নুল্লা ওস্তা সংগ্রহঃ 

  • প্রথমে আপনাকে ইতালীয় কৃষি খাতে কোন একজন নিয়োগকর্তা আপনাকে কাজের প্রস্তাব দেবেন।
  • নিয়োগকর্তা  নুল্লা ওস্তা বা ওয়ার্ক পারমিটের আবেদন আপনার জন্য ইতালীয় কর্তৃপক্ষের কাছে সঠিক নিয়মে জমা দেবেন।

২।  ভিসা আবেদনের প্রক্রিয়াঃ

  • এই আবেদনটি সাধারণত ইতালির ভিসার জন্য অনুমোদিত https//visa.vfsglobal.com/bg  ক্লিক করলে লিংকটি পেয়ে যাবেন। লিংকটির মাধ্যমে জমা দেবেন।

গুরুত্বপূর্ণ আলোচনাঃ

  • ইতালির কৃষি ভিসা  প্রক্রিয়া শেষ হবার পর সেটি আর আবেদনকারীর হাতে থাকে না। কারণ এটি সম্পন্ন করেন  ইতালীয় নিয়োগ কর্তা এবং ইতালীয় কর্তৃপক্ষ।
  • কৃষি ভিসা মূলত মৌসুমী বা নির্দিষ্ট সময়ের জন্য কর্মী নিয়োগ করা হয় ।  ভিসাটি ডেক্রেটো ফলুসি কোটার মধ্যে পড়ে।

 ইতালি কৃষি ভিসার বেতন

 ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম পূরণ করার আগে আপনাকে জেনে নিতে হবে ইতালির  কৃষি ভিসা বেতন সম্পর্কে। কৃষি কাজের ধরন অনুযায়ী আপনার বেতন নির্ধারণ হবে। ইতালিতে বেতন হয়  দক্ষতা ও অভিজ্ঞতা এর উপর। ইতালির অর্থনীতিতে বিশাল অবদান আছে কৃষি খাতের উপর । এখানে অর্থাৎ ইউরোপের এই দেশটিতে কৃষি কাজ অনেক ধরনের । যেমনঃ ফল ও শাকসবজির চাষ, পশুপালন মৎস্য,চাষ, দানা শস্য চাষ এবং ওয়াইন তৈরি হয়। এইসব কাজের উপর ভিত্তি করে ইতালি সরকার বিদেশি কর্মী নিয়োগ করেন। তাই বৃষ্টিতে বড় বড় যে কোম্পানিগুলো আছে তার সরকারিভাবে কৃষি কাজের জন্য নিয়োগ দেন।


 তবে ইতালি কৃষি ভিসায়  প্রায় ৬০ থেকে ৮০ হাজার টাকা বেতন পাওয়া যায় বিনা অভিজ্ঞতায় । তবে আপনি যদি দক্ষ কর্মী হন এবং কৃষি ভাষায় যেয়ে থাকেন তবে আপনার বেতন হবে বেশি প্রায় ১২০০ থেকে ১৫০০ ইউরো কিংবা সর্বোচ্চ দুই হাজার ইউরো পর্যন্ত আপনি বেতন পেয়ে থাকবেন যা বাংলাদেশী টাকায় প্রায় এক লক্ষ বিশ হাজার থেকে ২ লক্ষ ৩ লক্ষ টাকা পর্যন্ত আপনি পেয়ে থাকবেন। তবে এটা মনে রাখতে হবে যে কাজের ধরন অনুযায়ী ইতালি কৃষি ভিসা বেতন কত হবে সেটা পরিবর্তন বা কম বা বেশি হয়ে থাকে। উল্লেখ্য এই যে বেতনের পাশাপাশি আপনি যদি অতিরিক্ত কাজ করতে চান তার ওভারটাইমে সুবিধা পেয়ে থাকবেন। তবে কাজের ধরন অভিজ্ঞতা অনুযায়ী অঞ্চলভেদে বেতনের তারতম্য হয়।

ইতালি কৃষি ভিসা খরচ

যেহেতু  কৃষি ভিসার চাহিদা বেশি তাই এর খরচ বেশি হয়ে থাকে। তবে  বাংলাদেশ থেকে সরকারিভাবে কৃষি ভিসা প্রসেসিং করা যায় তাহলে খরচ কম হয়ে থাকে। অনেকেই  আবার ইতালি স্পন্সর ভিসা নামে জেনে থাকেন। তবে জেনে রাখা ভালো যে ইতালি কৃষি ভিশার জন্য আবেদন করতে একটু খরচ বেশি হয়। বিভিন্ন রকম খরচ করতে হয় তার মধ্যে অন্যতম খরচ হলো আবেদন ফি। ভিসার ধরন অনুযায়ী ফি নির্ধারণ করে থাকে। ভিসা প্রসেসিং ফি ৮০ ইউরো থেকে ১২০ ইউরো পর্যন্ত হতে পারে । 
ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম এর জন্য

এছাড়াও মেডিকেল পরীক্ষার ফি এবং অন্যান্য যেসব খরচ হয় ন্তা লাগতে পারে।সর্বোচ্চ ইতালিতে কৃষি ভিসার খরচ আনুমানিক ৮ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। সরকারি ভাবে যদি ভিসার করা যায় তাহলে এর খরচ আরো অনেক কম হয়ে থাকে। মেডিকেল ও টুরিস্ট ভিসাতেও বেশ কিছু খরচ কম হয়। তবে কোন এজেন্সির মাধ্যমে গেলে আপনাকে কয়েক লক্ষ টাকা বেশি খরচ করতে হবে । ইতালির এই কৃষি ভিসা কে আবার অনেকে মৌসুমী কৃষি  ভিসা বলে থাকেন।

ইতালি ভিসা আবেদন ফরম পূরণের নিয়মাবলী

ইতালি কৃষি ভিসা  বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকদের জন্য কাজের সুযোগ করে দেয় এবং এখানে যাওয়ার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। যার ফলে কৃষি ভিসার মাধ্যমে বৈধভাবে কৃষি কাজে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা কাজ করার জন্য সুযোগ পাচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদের কৃষি ভিসা যে আবেদন ফরম আছে তা পূরণের নিয়মাবলী নিম্নে আলোচনা করা হলোঃ

  • অনলাইন পোর্টালে প্রবেশঃ সরকারের নির্ধারিত পোর্টালে ভিসা আবেদন ফরম টি পাওয়া যায়। আবেদন ফরমটি ডাউনলোড করে নিয়ে কিংবা অনলাইনে বসে সরাসরি ফরমটি পূরণ করে নিতে পারেন।
  • ব্যক্তিগত তথ্য প্রদানঃ জাতীয় পরিচয় পত্র দেখে আপনার নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার , জাতীয়তা , ঠিকানা ইত্যাদি যে তথ্যগুলো চাইবে সেগুলো সঠিকভাবে পূরণ করুন।
  • কাগজপত্র জমাঃ প্রয়োজনীয় যত ডকুমেন্ট আছে আপনার যেমনঃ পাসপোর্ট এর কপি , ছবি , আপনার কাজের অভিজ্ঞতার সনদপত্র এগুলো আপলোড করতে হবে।
  • আবেদন ফি প্রদানঃ একটা নির্দিষ্ট পেমেন্ট আপনাকে ফি জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে হবে।
  • আবেদন ফরমটি সাবমিট করাঃ সবকিছু সঠিকভাবে পূরণ করে যাচাই-বাছাই করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সাবমিট করুন। একটি রিসিট পাওয়া যাবে সাবমিট করার পরে। পরবর্তীতে তা অনুসন্ধানের জন্য কাজে লাগবে।

ইতালির কাজের ভিসার প্রকারভেদ

যদি আপনি ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরমটি পূরণ করতে চান এবং ইতালিতে কাজ করার জন্য চিন্তা করেন তাহলে আপনার একটি পরিকল্পনা থাকতে হবে এবং এই পরিকল্পনার পাশাপাশি আপনাকে একটি কাজের ভিসা নিতে হবে অবশ্যই। ইতালি একটি কর্মসংস্থানের জন্য চমৎকার সুযোগ। এখানে আছে উচ্চ জীবন যাত্রার মান এবং পেশাদার বা মৌসুমী কর্মী সবার জন্যই একটা দারুন আকর্ষণীয় গন্তব্য করে তোলে।


 আপনার কাজের ধরণ , কাজের সময়কাল এবং আপনার কি ধরনের দক্ষতা আছে তার উপর নির্ভর করে ইতালি আপনাকে বিভিন্ন ধরণের কাজের ভিসা প্রদান করে থাকে। আপনি তার উপরে ভিত্তি করে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আবেদন করতে পারেন। আর তাই আবেদনকারী দক্ষতার উপর নির্ভর করে ইতালি সরকার বিভিন্ন ধরনের কাজের ভিসা প্রদান করে। কাজের ভিসার প্রকারভেদঃ

  • বেতনভুক্ত চাকরিঃ আপনি ইতালিতে এই বেতনভুক্ত চাকরি ভিসার মাধ্যমে একটি নির্দিষ্ট চাকরি করার অনুমতি পান।
  • মৌসুমী কাজঃ এটি মূলত কৃষি বা পর্যটন খাতের জন্য হয়ে থাকে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করার জন্য অনুমতি দেয়া হয়।
  • দীর্ঘমেয়াদী মৌসুমি কাজঃ সাধারণত এই ভিসায় আপনি দুই বছর পর্যন্ত মৌসুমী কাজের জন্য ইতালিতে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন।
  • কাজের ছুটিঃ কিছু দেশের নাগরিক আছেন যারা এই ভিসার মাধ্যমে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ইতালিতে ভ্রমণ করেন ও কাজ করতে সুযোগ পায়।
  • বৈজ্ঞানিক গবেষণাঃ এটি সাধারণত যারা গবেষণার কাজে যায় অর্থাৎ গবেষকদের কে এই ভিসা প্রদান করা হয় ও গবেষণার সুযোগ পায়।
  • অন্যান্য কাজঃ শৈল্পিক কাজ অন্যান্য পেশার জন্য নির্দিষ্ট কাজের ভিসা রয়েছে বিভিন্ন কার্যক্রমের জন্য এই ভিসা ইতালি প্রদান করে ।
প্রয়োজনীয় শর্তাবলীঃ সবসময় মনে রাখতে হবে একটি বৈধ ইতালীয় নিয়োগকর্তার কাছ থেকে চাকরিটি প্রস্তাব নামা আপনার কাছে থাকতে হবে।

ইতালির কৃষিতে অর্থনৈতিক ক্ষেত্র

ইতালিতে  কৃষি ক্ষেত্রে ব্যবহৃত মোট ভূপৃষ্ঠের বনায়ন বাদে ৩১% শস্য ক্ষেত্র, ৮.২% জলপাই গাছের বাগান ,৫.৪% আঙ্গুরের ক্ষেত, ৩.৮% লেবুর বাগান ,১.৭ % চিনির বিট এবং ২.৪% উদ্যান পালন বাকি অংশ মূলত চারণভূমি 25.9% এবং খাদ্যশস্য 11.6% । ইতালির উত্তরাঞ্চলে হয়ে থাকে ভুট্টা , চাল , চিনির বিট,সয়াবিন ,  ফল । আর দক্ষিণাঞ্চলে হয় গম , জলপাই এবং লেবু জাতীয় ফল ইতাদি।
ইতালির কৃষিতে অর্থনৈতিক ক্ষেত্র

বিশ্বের বৃহত্তম ওয়াইন উৎপাদনকারী দেশ ইতালি। জলপাই তেল,ফল (আপেল ,জলপাই, আঙ্গুর , কমলালেবু নাশপাতি , এপ্রিকট, হ্যাজেল নাট, পিচ, চেরি ,বরই্‌ , স্ট্রবেরি এবং কিউফল ) এবং শাকসবজি (বিশেষ করে আটিচোক এবং টমেটো ) উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ। আর তাই ইতালি কৃষি ভিসা পেয়ে এখানে কাজ করতে পারলে উচ্চ জীবনযাত্রার মান পাওয়া যায়। কর্মসংস্থলে সুন্দর একটা সুযোগ হয় এবং নিজেকে সমৃদ্ধ করা যায় । আর এটিকে পেশাদার এবং মৌসুমী কর্মী হিসেবে নিজেকে গড়ে তুললে এক আকর্ষণীয় গন্তব্যে পৌঁছা যায় বলে আমি মনে করি।

উপসংহারঃ ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম 

ইতালি কৃষি ভিসা ২০২৫ এর মাধ্যমে কৃষি কাজে আবেদন করতে পারার যে প্রক্রিয়া এটি খুব একটা জটিল কাজ নয়। সঠিকভাবে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে আপনি একটি ভিসা পাবেন এবং বৈধভাবে ইতালিতে কাজ করার জন্য সুন্দর ভাবে যেতে পারবেন। যারা ইতালি কৃষি ভিসা নিয়ে আগ্রহ প্রকাশ করছেন তারা খুব তাড়াতাড়ি আবেদনের কাজটি  সম্পন্ন করেন এবং ইতালিতে যাবার জন্য কৃষি খাতে কর্মসংস্থানে এক বিশাল সুযোগ গ্রহণ করেন।

কৃষি ভিসা একটি সিজনাল ভিসা বা স্বল্পমেয়াদি ভিসা। এটি নির্দিষ্ট সময় শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বছরের সব সময় বাহির থেকে কর্মী নিয়োগ নেওয়া হয়না। তাই কোনো দালালের কথায় কোনো ভাবে প্রতারিত না হয়ে বাংলাদেশে যে ইতালি অ্যাম্বাসি ( দূতাবাস) আছে । তাদের একটি অফিসিয়াল পার্টনার https//visa.vfsglobal.com/bg   এখানে  যোগাযোগ করে সঠিক খবর জেনে নিয়ে আপডেট থাকুন। নিজেকে জনশক্তিতে রুপান্তরিত করুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনার মূল্যবান মতামত দেন। এখানে প্রতিটি মতামতের রিভিউ প্রদান করা হয়।

comment url