বাহরাইন যেতে কত টাকা লাগে - বাহরাইনে কাজের বেতন কত
বাহরাইন যেতে কত টাকা লাগে এই চিন্তা মাথায় ঘুরপাক খায়। কাজের জন্য কিছু মানুষ বাংলাদেশ থেকে আগ্রহ প্রকাশ করে। কিন্তু কোন কাজের জন্য যাব, বেতন কত, সেখানকার জীবন যাত্রার খরচ কেমন এগুলো কিছুই জানা থাকে না। তথ্যগুলো সঠিকভাবে জানতে চান তাহলে আর্টিকেলটি পড়তে থাকুন।
বাহারাইনে বিদেশি শ্রমিকদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কম খরচে বাহারাইন যেতে পারা।বাংলাদেশীরা এখানে কাজ করতে আগ্রহী হয়ে থাকে। এখানে ভালো বেতনের সুযোগ রয়েছে। ট্যাক্স ফ্রী বেতন। কম খরচে থাকা খাওয়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সহজ।
পোস্ট সূচিপত্রঃ বাহরাইন যেতে কত টাকা লাগে
- বাহারাইন যেতে কত টাকা লাগে
- বাংলাদেশ থেকে বাহারাইনের দূরত্ব
- বাহরাইন যেতে কত বছর বয়স লাগে
- বাহরাইন কাজের বেতন কত
- বাহারাইন এক টাকা বাংলাদেশের কত
- বাহরাইন টাকার রেট বাংলাদেশ
- বাহরাইন কোন কাজের চাহিদা বেশি
- বাহারাইন ভিসা পাওয়ার উপায়
- বাহরাইন ভিসার দাম কত
- বাহরাইন ড্রাইভার এর বেতন কত
- বাহরাইন ভ্রমণ খরচ
- শেষ কথাঃ বাহরাইন যেতে কত টাকা লাগে
বাহরাইন যেতে কত টাকা লাগে
বাহরাইন যেতে কত টাকা লাগে তা যাবার আগে জানতে তো ইচ্ছে হয়। আর তাই জেনে নিন বাহারাইন সম্পর্কে।বাহারাইন মধ্যপ্রাচ্যের ছোট কিন্তু ধনী একটি দেশ। একটি দ্বীপ রাষ্ট্র। মজার ব্যাপার হচ্ছে সৌদি আরবের সাথে সড়ক পথে সংযুক্ত। আর বাহারাইনের রাজধানী মানামা। এই বাহারাইনে লোক সংখ্যা বাস করে প্রায় ১.৫ মিলিয়ন। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ভিসা প্রসেস সহজ ।
তাই বাহরাইনে বাংলাদেশী, চাকরি করতে যেতে চায়। বাংলাদেশ থেকে বাহরাইন যেতে মোট
খরচ ২.৫ লাখ থেকে ৪ লাখ টাকা। ভিসা টিকিট ও অন্যান্য খরচ মিলিয়ে ভিসা ফি
৫০,০০০ থেকে ১,২০,০০০ টাকা । অবশ্য এজেন্সি কোম্পানির উপর খরচ নির্ভরশীল।
এয়ার টিকেট ৫০,০০০ টাকা, মাঝে মাঝে ৮০,০০০ টাকা অবশ্য সিজনের উপর
নির্ভরশীল । মেডিকেল ও অন্যান্য খরচ ২০০০০ থেকে ৩০০০০ টাকা। অর্থাৎ সব
মিলে বাংলাদেশ থেকে বাহরাইন যেতে খরচ হচ্ছে আড়াই লাখ থেকে চার লাখ টাকা।
বাংলাদেশ থেকে বাহারাইনের দূরত্ব
বাহারাইন যেহেতু মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটি পারস্য উপসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। অথচ বেশ ধনী একটি দেশ। বাহারাইন প্রাচীনকাল থেকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল । এটি দিনমুন সভ্যতার অংশ ছিল এবং একসময় এটি ব্রিটিশ উপনিবেশ ছিল। বাংলাদেশ থেকে বাহরাইনের সরাসরি এয়ারলাইন রুট অনুযায়ী দূরত্ব প্রায় ৩৯০০ থেকে ৪ ০০০ কিলোমিটার বা প্রায় ২৪০০থেকে ২৫০০ মাইল।
ঢাকা থেকে মানামা অর্থাৎ বাহরাইনের রাজধানী সরাসরি ফ্লাইটে সাধারণত ৫ ঘন্টা
৩০ মিনিট থেকে ৬ ঘন্টা সময় লাগে তবে স্টপ ওভার থাকলে সময় বেশি হতে পারে ।
বাহারাইন মধ্যপ্রাচার একটি ছোট কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ। বাংলাদেশ থেকে
অনেকে কাজের জন্য বা ভ্রমণের উদ্দেশ্যে বাহরাইন যেয়ে থাকেন। যেহেতু বারাইনে একটা
ছোট দেশ যাওয়ার আগে কিছু প্রশ্ন সবার মনে আসে বাইরে যেতে কত টাকা লাগবে তবে আগে
বলে নেওয়া দরকার বাহরাইন যেতে আপনার ভিসা লাগবে।
বাহরাইন যেতে কত বছর বয়স লাগে
একটি দেশে কাজের জন্য যেতে হলে নির্দিষ্ট বয়স প্রয়োজন হয় তবে যে কোন বয়সের
মানুষ পৃথিবীর যেকোনো দেশে পর্যটক হিসেবে যেতে পারে। কিন্তু কাজের জন্য বা পেশার
জন্য যারা যেতে চান তাদের কিছু দেশে বয়স নির্দিষ্ট করা থাকে।
পৃথিবীতে সব দেশে কাজ করার জন্য একটা নির্দিষ্ট বয়স লাগে কারণ ওই বয়স ছাড়া
তাদের অনুমতি দেওয়া থাকে না। যেমন বলি যে বিদেশীদের জন্য কাজ করার একটা
বয়স আছে যার নিচে বা উপরে তারা সে সকল বয়সে কাজ করতে পারবেনা।
আরো পড়ুনঃ ইউরোপের ২৬ টি দেশের নাম - তালিকা সহ রাজধানীর নাম
পৃথিবীর প্রায় দেশ আঠারো বছরকে কাজ করার জন্য উপযুক্ত মনে করলেও কিছু দেশ রয়েছে কাজ করার জন্য বয়স হতে হয় ২১ । ঠিক এরকমই একটা দেশ বাহারাইন । বাহরাইনে আপনি যেতে চাইলে সর্বনিম্ন ২১ বছর হতে হবে একটি ভালো কাজ পাবার জন্য। কিন্তু ২০ বছরে যে কাজটি আপনি পাবেন তার চেয়ে ভালো কাজ পেতে হলে ২১ বছর হতে হবে। কাজ পেতে হলে ২১ বছর সঠিক বয়স ।২১ বছরের নিচে কর্মী নিয়ে থাকেন না। তাই বাহরাইনের জন্য বয়স সীমা সর্বনিম্ন ২১ বছর হতে হবে আপনার।
বাহরাইন কাজের বেতন কত
বাহরাইন যেতে কত টাকা লাগে এই কথাটা যখন ভাবনায় চলে আসে তখন স্বাভাবিকভাবে
বাহরাইন কাজের বেতন কত পাশাপাশি এই ভাবনাটাও আসে। বাহরাইনে কাজের বেতন
কাজের উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে বাহারাইনে কোন কাজের বেতন কত
তা আপনি জেনে নিয়ে সেখানে কাজে যাবেন। আরেকটি বিষয় আপনার জানা উচিত বলে
আমি মনে করি , সেটা হচ্ছে যে বাহারাইনে টাকার মান কেমন। কারণ
টাকার মান সম্পর্কে জানা না থাকলে কিন্তু কাজের বেতন সম্পর্কে জানাটা অসুবিধা
হবে।
বাহারাইনে বিদেশি শ্রমিকদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কম খরচে বাহারাইন যেতে পারার এবং তুলনামূলকভাবে ভালো বেতন পাওয়া বাংলাদেশীরা এখানে কাজ করতে আগ্রহী হয়ে থাকে। এখানে ভালো বেতনের একটা সুযোগ রয়েছে কম খরচে থাকা খাওয়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় অনেকটা সহজ। তাই বাহরাইনে বাংলাদেশী চাকরি করতে যেতে চায়। বাহারাইনে সাধারণত বেতন নির্ভর করে কাজের ধরন ও দক্ষতার উপর. বাহারাইনে গড়বেতন ও জীবনযাত্রার খরচ নিম্নে আলোচনা করা হলোঃ
কাজের ধরণ | বাংলাদেশী টাকা সমান | বাহরাইন দিনার |
---|---|---|
শ্রমিক | ৩০০০০ থেকে ৬০০০০ | ৯৩.০৯ থেকে ১৮৬. ১৮ |
ড্রাইভার | ৩৫০০০ থেকে ৯০০০০ | ১০৮.৬০৫ থেকে ২৭৯.২৭ |
সিকিউরিটি গার্ড | ৩৫০০০ থেকে ৯০০০০ | ১০৮.৬০৫ থেকে ২৭৯. ২৭ |
টেকনিশিয়ান | ৬০০০০ থেকে ১২০০০০ | ১৮৬. ১৮ থেকে ৩৭২ .৩৬ |
হোটেল স্টাফ | ৬০০০০ থেকে১২০০০০ | ১৮৬.১৮ থেকে ৩৭২. ৩৬ |
বাহারাইন এক টাকা বাংলাদেশের কত
বাহরাইন টাকার রেট বাংলাদেশ
ক্রমিক নং | বাহরাইনি দিনার সমান | বাংলাদেশী টাকা |
---|---|---|
০১ | ১ বাহরাইনি দিনার | ৩২২ .১২ টাকা |
০২ | ১০ বাহরাইনি দিনার | ৩২২১ .২২ টাকা |
০৩ | ৫০ বাহরাইনি দিনার | ১৬১০৬ .১১ টাকা |
০৪ | ১০০ বাহরাইনি দিনার | ৩২২১২ .২১ টাকা |
০৫ | ২০০ বাহরাইনি দিনার | ৬৪৪২৪. ৪৩ টাকা |
০৬ | ৫০০ বাহরাইনি দিনার | ১৬১০৬১.০৭ টাকা |
০৭ | ১০০০ বাহরাইনি দিনার | ৩২২১২২ .১৩ টাকা |
০৮ | ৫০০০ বাহরাইনি দিনার | ১৬১০৬১০. ৬৬ টাকা |
বাহরাইন কোন কাজের চাহিদা বেশি
- চিকিৎসা বিশেষজ্ঞ
- নার্স
- ইলেকট্রিশিয়ান
- মেকানিক্যাল
- কন্সট্রাকশন
- ড্রাইভিং
- সেফ হোটেল বা রেস্টুরেন্ট
- ক্লিনার
- ফ্যাক্টরি
- শপিংমল
- নির্মাণ শ্রমিক
- কৃষিকাজ
- শ্রমিক
- ড্রাইভার
- সিকিউরিটি গার্ড
বাহরাইন ভিসা পাওয়ার উপায়
- ওয়ার্ক পারমিট ভিসা
- কোম্পানি স্পন্সর শিপে নেওয়া যায় ফ্যামিলি ভিসা যারা দীর্ঘমেয়াদি কাজ করেন তারা পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারেন।
- বিজনেস ভিসা ব্যবসার উদ্দেশ্যে বাহরাইন যেতে চাইলে
বাহরাইন ভিসার দাম কত
বাহরাইন ড্রাইভার এর বেতন কত
বাহরাইন ভ্রমণ খরচ
- আগেভাগে টিকিট বুকিং করলে খরচ কমে।
- বিশ্বস্ত ট্রাভেল এজেন্সী থেকে অফার নিয়ে টিকিট কিনলে খরচ কমে।
- ভিসা অনলাইনে আবেদন করলে অনেক সময় সার্ভিস চার্জ কমে যায।
- লাগেজ কম নিয়ে গেলে অতিরিক্ত চার্জ বাঁচবে।
আপনার মূল্যবান মতামত দেন। এখানে প্রতিটি মতামতের রিভিউ প্রদান করা হয়।
comment url