বাহরাইন যেতে কত টাকা লাগে - বাহরাইনে কাজের বেতন কত

  বাহরাইন যেতে কত টাকা লাগে এই চিন্তা মাথায় ঘুরপাক খায়।   কাজের জন্য কিছু মানুষ বাংলাদেশ থেকে আগ্রহ প্রকাশ করে। কিন্তু কোন কাজের জন্য যাব, বেতন কত, সেখানকার জীবন যাত্রার খরচ কেমন এগুলো কিছুই জানা থাকে না। তথ্যগুলো  সঠিকভাবে জানতে চান তাহলে আর্টিকেলটি পড়তে থাকুন।

বাহরাইন যেতে কত টাকা লাগে

বাহারাইনে বিদেশি শ্রমিকদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কম খরচে বাহারাইন যেতে পারা।বাংলাদেশীরা এখানে কাজ করতে আগ্রহী হয়ে থাকে। এখানে ভালো বেতনের সুযোগ রয়েছে। ট্যাক্স ফ্রী বেতন। কম খরচে থাকা খাওয়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সহজ।

পোস্ট সূচিপত্রঃ বাহরাইন যেতে কত টাকা লাগে

বাহরাইন যেতে কত টাকা লাগে

বাহরাইন যেতে কত টাকা লাগে তা যাবার আগে জানতে তো ইচ্ছে হয়। আর তাই   জেনে নিন বাহারাইন সম্পর্কে।বাহারাইন মধ্যপ্রাচ্যের ছোট কিন্তু ধনী একটি দেশ। একটি দ্বীপ রাষ্ট্র। মজার ব্যাপার হচ্ছে সৌদি আরবের সাথে সড়ক পথে সংযুক্ত। আর বাহারাইনের রাজধানী মানামা। এই বাহারাইনে লোক সংখ্যা বাস করে প্রায় ১.৫ মিলিয়ন। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ভিসা প্রসেস সহজ ।

তাই বাহরাইনে বাংলাদেশী, চাকরি করতে যেতে চায়। বাংলাদেশ থেকে বাহরাইন যেতে মোট খরচ ২.৫ লাখ থেকে ৪ লাখ টাকা। ভিসা টিকিট ও অন্যান্য খরচ মিলিয়ে ভিসা ফি ৫০,০০০  থেকে ১,২০,০০০ টাকা । অবশ্য এজেন্সি কোম্পানির উপর খরচ নির্ভরশীল। এয়ার টিকেট ৫০,০০০  টাকা,  মাঝে মাঝে ৮০,০০০ টাকা অবশ্য সিজনের উপর নির্ভরশীল । মেডিকেল ও অন্যান্য খরচ ২০০০০ থেকে ৩০০০০  টাকা। অর্থাৎ সব মিলে বাংলাদেশ থেকে বাহরাইন যেতে খরচ হচ্ছে আড়াই লাখ থেকে চার লাখ টাকা।

বাংলাদেশ থেকে বাহারাইনের দূরত্ব

বাহারাইন যেহেতু মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটি পারস্য উপসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। অথচ বেশ ধনী একটি দেশ। বাহারাইন প্রাচীনকাল থেকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল । এটি দিনমুন সভ্যতার অংশ ছিল এবং একসময় এটি ব্রিটিশ উপনিবেশ ছিল। বাংলাদেশ থেকে বাহরাইনের সরাসরি এয়ারলাইন রুট অনুযায়ী দূরত্ব প্রায় ৩৯০০ থেকে ৪ ০০০ কিলোমিটার বা প্রায় ২৪০০থেকে ২৫০০ মাইল।

 ঢাকা থেকে মানামা অর্থাৎ বাহরাইনের রাজধানী সরাসরি ফ্লাইটে সাধারণত ৫ ঘন্টা ৩০ মিনিট থেকে ৬ ঘন্টা সময় লাগে তবে স্টপ ওভার থাকলে সময় বেশি হতে পারে । বাহারাইন মধ্যপ্রাচার একটি ছোট কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ। বাংলাদেশ থেকে অনেকে কাজের জন্য বা ভ্রমণের উদ্দেশ্যে বাহরাইন যেয়ে থাকেন। যেহেতু বারাইনে একটা ছোট দেশ যাওয়ার আগে কিছু প্রশ্ন সবার মনে আসে বাইরে যেতে কত টাকা লাগবে তবে আগে বলে নেওয়া দরকার বাহরাইন যেতে আপনার ভিসা লাগবে। 

বাহরাইন যেতে কত বছর বয়স লাগে

একটি দেশে কাজের জন্য যেতে হলে নির্দিষ্ট বয়স প্রয়োজন হয় তবে যে কোন বয়সের মানুষ পৃথিবীর যেকোনো দেশে পর্যটক হিসেবে যেতে পারে। কিন্তু কাজের জন্য বা পেশার জন্য যারা যেতে চান তাদের কিছু  দেশে বয়স নির্দিষ্ট করা থাকে।  পৃথিবীতে সব দেশে কাজ করার জন্য একটা নির্দিষ্ট বয়স লাগে কারণ ওই বয়স ছাড়া তাদের অনুমতি দেওয়া থাকে না। যেমন বলি যে  বিদেশীদের জন্য কাজ করার একটা বয়স আছে যার নিচে বা উপরে তারা সে সকল বয়সে কাজ করতে পারবেনা।

আরো পড়ুনঃ ইউরোপের ২৬ টি দেশের নাম - তালিকা সহ রাজধানীর নাম 

পৃথিবীর প্রায় দেশ আঠারো বছরকে কাজ করার জন্য উপযুক্ত মনে করলেও কিছু দেশ রয়েছে কাজ করার জন্য বয়স হতে হয় ২১ । ঠিক এরকমই একটা দেশ বাহারাইন । বাহরাইনে আপনি যেতে চাইলে সর্বনিম্ন ২১ বছর হতে হবে একটি ভালো কাজ পাবার জন্য। কিন্তু ২০ বছরে যে কাজটি আপনি পাবেন তার চেয়ে ভালো কাজ পেতে হলে ২১ বছর হতে হবে। কাজ পেতে হলে ২১ বছর সঠিক বয়স ।২১ বছরের নিচে কর্মী নিয়ে থাকেন না। তাই বাহরাইনের জন্য বয়স সীমা সর্বনিম্ন ২১ বছর হতে হবে  আপনার।

বাহরাইন কাজের বেতন কত

বাহরাইন যেতে কত টাকা লাগে এই কথাটা যখন ভাবনায় চলে আসে তখন স্বাভাবিকভাবে   বাহরাইন কাজের বেতন কত পাশাপাশি এই ভাবনাটাও আসে। বাহরাইনে কাজের বেতন কাজের উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে বাহারাইনে কোন কাজের বেতন কত তা  আপনি জেনে নিয়ে সেখানে কাজে যাবেন। আরেকটি বিষয় আপনার জানা উচিত বলে আমি মনে করি , সেটা হচ্ছে যে বাহারাইনে টাকার মান  কেমন। কারণ টাকার মান সম্পর্কে জানা না থাকলে কিন্তু কাজের বেতন সম্পর্কে জানাটা অসুবিধা হবে।

বাহারাইনে বিদেশি শ্রমিকদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কম খরচে বাহারাইন যেতে পারার এবং তুলনামূলকভাবে ভালো বেতন পাওয়া বাংলাদেশীরা এখানে কাজ করতে  আগ্রহী হয়ে থাকে। এখানে ভালো বেতনের একটা সুযোগ রয়েছে কম খরচে থাকা খাওয়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় অনেকটা সহজ। তাই বাহরাইনে বাংলাদেশী চাকরি করতে যেতে চায়। বাহারাইনে সাধারণত বেতন নির্ভর করে কাজের ধরন ও দক্ষতার উপর. বাহারাইনে গড়বেতন ও জীবনযাত্রার খরচ নিম্নে আলোচনা করা হলোঃ

কাজের ধরণ বাংলাদেশী টাকা সমান বাহরাইন দিনার
শ্রমিক ৩০০০০ থেকে ৬০০০০ ৯৩.০৯ থেকে ১৮৬. ১৮
ড্রাইভার ৩৫০০০ থেকে ৯০০০০ ১০৮.৬০৫ থেকে ২৭৯.২৭
সিকিউরিটি গার্ড ৩৫০০০ থেকে ৯০০০০ ১০৮.৬০৫ থেকে ২৭৯. ২৭
টেকনিশিয়ান ৬০০০০ থেকে ১২০০০০ ১৮৬. ১৮ থেকে ৩৭২ .৩৬
হোটেল স্টাফ ৬০০০০ থেকে১২০০০০ ১৮৬.১৮ থেকে ৩৭২. ৩৬

বাহারাইন এক টাকা বাংলাদেশের কত

বাহরাইন যেতে কত টাকা লাগে তা আমাদের জেনে বাংলাদেশ থেকে বাহারাইনে যেতে হবে। বাহরাইনি টাকাকে দিনার বলা হয়। ১ দিনার সমান ৩২২.১৪ বাংলাদেশী টাকা। বাহারাইনে টাকার মান অনেক বেশি আর তাই বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা কাজ করতে গিয়ে অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশ থেকে বাহরাইন  মূলত কাজের জন্য অনেক ছেলেমেয়ে যেয়ে থাকেন এবং কাজের সফলতা পান।
বাহরাইন কাজের ভিসা

বাহারাইনে বাংলাদেশের মূলত কি কি চাকরি পান । নির্মাণ শ্রমিক, ড্রাইভার, র্নি‌রাপত্তা রক্ষী , সুপার শপ ও রেস্টুরেন্ট কর্মী, ইলেকট্রিশিয়ান প্লাম্বা্‌র, হোটেল ট্রেনিং স্টাফ ইত্যাদি ২০২৫ সালে যাওয়ার জন্য কয়েকটি জনপ্রিয় ভিসার অপশন রয়েছে। বাহারাইনে কাজ করতে যাওয়ার জন্য তেমন কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ে না। প্রয়োজন শুধু ২১ বছর বয়স এবং কাজের সক্ষমতা। তবে কাজের সার্টিফিকেট নিয়ে যেতে পারলে সবচেয়ে কাজ পাওয়া সহজ হয়। যেমনঃ ড্রাইভিং এর জন্য যদি একটা সার্টিফিকেট নিয়ে সেখানে যাওয়া যায় তাহলে ড্রাইভার এর কাজটা তাড়াতাড়ি পাওয়া সহজ হয়। 

    বাহরাইন টাকার রেট বাংলাদেশ

    বাংলাদেশের ছেলে-মেয়েরা বাহরাইনে কাজের জন্য কেন যেতে এত পছন্দ করে। তা উপরোক্ত আলোচনা থেকে জানতে পারছি যে , বাহরাইনে টাকার মান অনেক বেশি এবং সেখানে জীবন ব্যবস্থা অনেক সহজ এবং সুন্দর। এখানকার প্রধান ধর্ম হলো ইসলাম। মুসলিম জনসংখ্যা প্রায় ৭০ শতাংশের বেশি। এর ফলে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের বাহরাইনে কাজ করতে যাওয়ার সুবিধা বেশি।কারণ মুসলিম এলাকায় কাজ করে চলাফেরা , ওঠাবসা করে এবং তাদের সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়া সুন্দর এবং সহজ হয়।


     শুধু তাই নয় বাহরাইনে বিদেশি শ্রমিকদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া আছে। কম খরচে বাহারাইনের যেতে পারার এবং সেখানে তুলনামূলক সুন্দর জীবন যাপন পাওয়া এবং ভালো বেতন পেয়ে কাজের সন্ধান পাওয়া। এগুলো এটা বাহারাইনের পক্ষে সম্ভব হয় আর বাংলাদেশি হিসেবে আপনার এখানে কাজ করতেভালো লাগবে বলে আমি আশা রাখি।।তাই দেখে নেওয়া যাক বাহরাইন টাকার মান বাংলাদেশের টাকার মান কত।
    ক্রমিক নং বাহরাইনি দিনার সমান বাংলাদেশী টাকা
    ০১ ১ বাহরাইনি দিনার ৩২২ .১২ টাকা
    ০২ ১০ বাহরাইনি দিনার ৩২২১ .২২ টাকা
    ০৩ ৫০ বাহরাইনি দিনার ১৬১০৬ .১১ টাকা
    ০৪ ১০০ বাহরাইনি দিনার ৩২২১২ .২১ টাকা
    ০৫ ২০০ বাহরাইনি দিনার ৬৪৪২৪. ৪৩ টাকা
    ০৬ ৫০০ বাহরাইনি দিনার ১৬১০৬১.০৭ টাকা
    ০৭ ১০০০ বাহরাইনি দিনার ৩২২১২২ .১৩ টাকা
    ০৮ ৫০০০ বাহরাইনি দিনার ১৬১০৬১০. ৬৬ টাকা

    বাহরাইন কোন কাজের চাহিদা বেশি

    বাহরাইন যেতে কত টাকা লাগে এই বিষয় নিয়ে মাথায় একটা চিন্তা থাকে কারণ আমাদের আয়ের জন্য অন্য এক দেশে যেতে হয়। সে ক্ষেত্রে যদি আপনি বাহেরাইন যেতে চান তাহলে আপনাকে সেই দেশের কাজ সম্পর্কে এবং কাজের মূল্য সম্পর্কে জেনে বুঝে তবে যেতে হবে। সেই ক্ষেত্রে যে কাজে ভালো বেতন পাওয়া যায় সেই কাজে আগ্রহ প্রকাশ করতে হবে । কোন দেশে যাওয়ার আগে সেই দেশে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সম্পূর্ণরূপে খোঁজখবর নিয়ে যাওয়া উচিত। যেসব কাজের চাহিদা বেশি সে কাজগুলোর নাম নিম্নে দেওয়া হলঃ
    • চিকিৎসা বিশেষজ্ঞ
    •  নার্স
    • ইলেকট্রিশিয়ান
    • মেকানিক্যাল
    • কন্সট্রাকশন
    • ড্রাইভিং
    • সেফ হোটেল বা রেস্টুরেন্ট
    •  ক্লিনার
    • ফ্যাক্টরি
    • শপিংমল
    • নির্মাণ শ্রমিক
    • কৃষিকাজ
    • শ্রমিক
    • ড্রাইভার
    • সিকিউরিটি গার্ড
    সেটা যে দেশেই হোক না কেন। তবে আমরা ভালোভাবেই জানি বাহরাইন কাজগুলোর চাহিদা বেশি রয়েছে এবং কাজের মূল্য বেশ ভালো আছে। তাই আপনি এ কাজগুলোর উপর যদি কাজের কোন অভিজ্ঞতা বা সার্টিফিকেট থেকে থাকে। তাহলে দেরি না করে সেই কাজের ভিসার জন্য বাংলাদেশ থেকে বাহারাইনে আবেদন করে যেতে পারেন। তাছাড়া যারা বাহরাইনে যেতে আগ্রহী । তাদের বলে রাখা উচিত যে বাহারাইনের কাজে ভিসার ক্ষেত্রে অভিজ্ঞতামূলক কোনো সার্টিফিকেট ছাড়া সেখানে তেমন কাজের কোন গুরুত্ব দেওয়া হয় না।

    বাহরাইন ভিসা পাওয়ার উপায়

    বাহারাইন যেতে কত টাকা লাগে তা জেনে বুঝে আপনি কত টাকা রোজগার করবেন তা নির্ভর করবে সাধারণত আপনি কোন কাজের ভিসা সংগ্রহ করেছেন এর উপর বাহরাইনে শ্রমিকদের কাজের বেতন ৪০ হাজার থেকে৯০০০০ টাকা। আপনি কনস্ট্রাকশন কাজের ভিসা সংগ্রহ করতে পারেন অথবা ইলেকট্রিশিয়ান কাজের। তবে কাজের অভিজ্ঞতা ছাড়া বাহারাইনে কাজের জন্য না যাওয়ায় ভালো। আপনি কাজের দক্ষতা তৈরি করে তবে ভিসা প্রসেসিং করেন। এতে আপনি কাজে গিয়ে বেশি লাভবান হবেন বাহরাইনে সাধারণত বেতন নির্ভর করে কাজের ধরন ও দক্ষতার উপর ।
    ২০২৫ সালে যাওয়ার জন্য কয়েকটি জনপ্রিয় ভিসার অপশন রয়েছে। যেমনঃ
    • ওয়ার্ক পারমিট ভিসা
    • কোম্পানি স্পন্সর শিপে নেওয়া যায় ফ্যামিলি ভিসা যারা দীর্ঘমেয়াদি কাজ করেন তারা পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারেন।
    • বিজনেস ভিসা ব্যবসার উদ্দেশ্যে বাহরাইন যেতে চাইলে

    বাহরাইন ভিসার দাম কত

    বাহারাইন যেতে কত টাকা লাগে এই কথাটুকু মনে রেখে প্রথমে ভাবতে হবে যে, বাহরাইনে গড় বেতন ও জীবনযাত্রা কেমন হবে। বাহারাইনে সাধারণত বেতন নির্ভর করে কাজের ধরন ও দক্ষতার উপরে। যার যত দক্ষতা থাকবে সে তত ভালো কাজ পাবে এবং তার বেতন তত বৃদ্ধি পাবে। সে ক্ষেত্রে বাহারাইন যেতে ভিসার টিকিট অন্যান্য খরচ মিলিয়ে ভিসা ফি ৫০ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা।
    বাহরাইন ভিসার দাম কত

    অবশ্যই এজেন্সি কোম্পানির উপর এটি নির্ভরশীল। এয়ার টিকেট ৫০ হাজার টাকা এবং  সিজনের উপর  নির্ভরশীল হয়ে সেটা ৮০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সেখানে যাওয়ার পরে জীবনযাত্রা গড় বেতন এর উপর তৈরি হয় সেখান থেকে জীবনযাত্রার খরচ তুলে ধরা হলো। বাসা ভাড়া ১০ থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত হয়। খাবার খরচ 6 থেকে 15000 টাকা এবং অন্যান্য খরচ ৩ থেকে ৯০০০ টাকা এর মধ্যে হয়ে থাকে।

    বাহরাইন ড্রাইভার এর বেতন কত

    আপনি আপনার দক্ষতা ও কাজের ধরন প্রথমে বিচার বিবেচনা করে, বাহরাইনে ড্রাইভারি চাকরির জন্য উপযোগী কিনা তা ভেবে সিদ্ধান্ত নেবার পরে আপনি কাজের জন্য সার্টিফিকেট দাখিল করবেন। অর্থাৎ আবেদন করবেন। আপনাকে এটা সব সময় মনে রাখতে হবে দক্ষতা হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। অর্থনৈতিক সমৃদ্ধ যে দেশ বাহারাইন আপনি সেখানে একটা নিজের পরিচয়ে কাজ খুঁজতে যাবেন।

     সার্টিফিকেটটি দিবেন সেটা অবশ্যই আপনার অনেক মূল্যবান । তাই ড্রাইভিং বাংলাদেশ থেকে শিখে বাহরাইনে ড্রাইভার এর কাজ নেওয়া দরকার। সে ক্ষেত্রে বাহরাইনে ড্রাইভার এর বেতন বর্তমানে 35000 থেকে 90000 পর্যন্ত। প্রতিদিনের জীবনযাত্রায় যে খরচ বাহরাইনে হয়ে থাকবে তা ্থেকে অনেক টাকা দেশে রেমিটেন্স হিসেবে পাঠানো খুব সহজ হবে হলে আমি মনে করি।

    বাহরাইন ভ্রমণ খরচ

    আমরা অনেকে ঘুরতে পছন্দ করি এই ঘুরে বেড়ানোর মধ্যে আরেকটি দেশ হতে পারে বাহরাইন ।এটি একটি মুসলিম প্রধান দেশ । বাহরাইন মধ্যপ্রাচ্যে অবস্থিত এবং এর রাজধানী মানামা । এর প্রধান ধর্ম হলো ইসলাম। জনসংখ্যা প্রায় ৭০% এর বেশি মুসলিম ।বাহরাইন মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে অবস্থিত। জনগোষ্ঠী মুসলিম হওয়াতে আমাদের জন্য ভ্রমণ করার একটা সুন্দর এবং  ভালো একটি জায়গা।
     যার নাম হলো বাহারাইন ।এখানকার বিখ্যাত খাবার হল মাছ ও চালের বিভিন্ন মাচবুস। খাবারের সাথে মিল থাকায় এখানে ভ্রমণ প্রেমিক মানুষদের ভ্রমণ করতে বেশ ভাল লাগে। যদি আপনি ভ্রমণের উদ্দেশ্যে যান তাহলে পঞ্চাশ হাজার থেকে 80000 টাকা ভিসা বিমান ও অন্যান্য খরচে খরচ হবে খরচ কমানোর কিছু উপায় আছে।
    • আগেভাগে টিকিট বুকিং করলে খরচ কমে।
    • বিশ্বস্ত ট্রাভেল এজেন্সী থেকে অফার নিয়ে টিকিট কিনলে খরচ  কমে।
    • ভিসা অনলাইনে আবেদন করলে অনেক সময় সার্ভিস চার্জ কমে যায।
    • লাগেজ কম নিয়ে গেলে অতিরিক্ত চার্জ বাঁচবে।

    শেষ কথাঃ বাহরাইন যেতে কত টাকা লাগে

    বাহারাইন যেতে কত টাকা লাগে তা সাধারণত আপনার উদ্দেশ্যের উপর নির্ভর করে। টাকা কম বেশি হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে তার খরচ এক রকম হয় এবং চাকরি ক্ষেত্রে অনেক সময় নিয়োগ কর্তা দিলে এক রকম খরচ হয়। আর না দিলে আরেকরকম খরচ হয় । যারা বিদেশে কাজ করতে যায় এতে করে তারা যে রেমিটেন্স পাঠায়। এই রেমিটেন্সের জন্য আমাদের দেশে উন্নতির একটা সিড়ি হয়।

    বাহারাইনে কাজের বেশ কিছু সুবিধা আছে এই সুবিধা গুলোর মধ্যে এখানে ট্যাক্স ফ্রি বেতন পদ্ধতি। সহজে ভিসা পাওয়া যায়। বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে এবং গড় বেতন ও জীবনযাত্রার সাথে  তাল মিলিয়ে চলা যায় এবং রেমিটেন্স যথেষ্ট দেশে পাঠানো যায়। প্রতিবছর বাংলাদেশ থেকে যে দক্ষ কর্মী বিদেশে যায় এতে আমাদের জনশক্তি বিপুলভাবে তৈরি হয় এবং এই জনশক্তির মাধ্যমে আমরা সমৃদ্ধ হচ্ছি বলে আমি মনে করি। 

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    আপনার মূল্যবান মতামত দেন। এখানে প্রতিটি মতামতের রিভিউ প্রদান করা হয়।

    comment url