ডেনমার্ক যেতে কত টাকা লাগে - আপডেট জানতে
ডেনমার্ক যেতে কত টাকা লাগে বাংলাদেশ থেকে যারা পড়াশোনা ,ভ্রমণ কিংবা কাজের উদ্দেশ্যে যেতে চান । ডেনমার্কের তাদেরকে প্রথমে জেনে নিতে হবে ডেনমার্ক সম্পর্কে। সেখানে কাজের মান কেমন কোন ধরনের কাজগুলো পাওয়া যায়। পড়ালেখার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় টা ভালো হবে।
আধুনিক জীবনযাত্রা ,সমৃদ্ধ সংস্কৃতি এবং উন্নত স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে পরিচিত। আপনি ডেনমার্কের বিভিন্ন কারণে ভিসা তৈরি করতে পারেন। যেমনঃ উচ্চ শিক্ষা, চাকরি, ব্যবসা, ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রে ।বাংলাদেশ থেকে যারা ডেনমার্কের যেতে চান, তার সঠিক ধারণা আপনাকে রাখতে হবে।
পেজ সূচিপত্রঃ ডেনমার্ক যেতে কত টাকা লাগে
- ডেনমার্ক যেতে কত টাকা লাগে
- ডেনমার্ক যাওয়ার সহজ উপায়
- ডেনমার্ক যেতে কি কি লাগে
- বাংলাদেশ থেকে ডেনমার্ক যাওয়ার নিয়ম
- ডেনমার্ক কাজের ভিসা পাওয়ার সহজ উপায়
- ডেনমার্ক কাজের বেতন কত
- কাজের জন্য ডেনমার্ক দেশ কেমন
- ডেনমার্ক কোন কাজের চাহিদা বেশি
- ডেনমার্ক স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা লাগে
- ডেনমার্ক যেতে কত বছর বয়স লাগে
- FAQs
- শেষ কথাঃ ডেনমার্ক যেতে কত টাকা লাগে
ডেনমার্ক যেতে কত টাকা লাগে
অনেকে আবার বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও টুরিস্ট ভিসা নিয়ে অল্প খরচে
ডেনমার্ক যেতে চায়,এক্ষেত্রে তাদের খরচ দাঁড়াবে প্রায় ৪লাখ টাকা থেকে ছয় লাখ
টাকা পর্যন্ত । তবে আপনাকে মনে রাখতে হবে যে ডেনমার্কের ভিসা খরচ সম্পর্কে সঠিক
ধারণা নিয়ে, কোন এক বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে । সবসময়ই
আপনাকে খেয়াল রাখতে হবে যে ডেনমার্কের ভিসা পাওয়া অনেকটা কঠিন । উচ্চ শিক্ষা
এবং ভালো দক্ষতা না থাকলে দেশটিতে গিয়ে সহজে ভালো কাজ খুঁজে পাওয়া যায় না ।
তাই আপনাকে দক্ষতা অর্জন করে একটা কাজের জন্য নিজেকে তৈরি করতে হবে।
ডেনমার্ক যাওয়ার সহজ উপায়
ডেনমার্ক যেতে কত টাকা লাগে সেটা যেমন ভিসার উপরে নির্ভর করে । তেমন বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে সবচেয়ে সহজ উপায় আপনার জন্য ডেনমার্ক স্টুডেন্ট ভিসা। স্টুডেন্টদের জন্য এই বিষয়টি অনেক সহজ। তাই চাইলে সহজে আপনি ইউরোপের এই দেশটিতে খুব সহজে পাড়ি জমাতে পারেন। তবে কেউ কেউ চাইলেও ডেনমার্কে যেতে পারেন স্টুডেন্ট ভিসা দিয়ে শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসা আবেদন করার জন্য সর্বপ্রথমে ডেনমার্কের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রমাণস্বরূপ একটা অফার লেটার সংগ্রহ করতে হবে।
আরো পড়ুনঃ নেদারল্যান্ডস যেতে কত টাকা লাগে - জানুন ২০২৫
শিক্ষার্থীদের যোগ্যতা হিসেবে প্রথমে ভাষার দক্ষতা ও আর্থিক সক্ষমতা থাকা অতি
প্রয়োজন । বাংলাদেশ থেকে আপনি যখন কাজের ভিসা নিয়ে ডেনমার্কে যেতে চাইবেন তখন
অবশ্যই আপনাকে বৈধ কাজের প্রস্তাব পেতে হবে এবং কাজটি বৈধ কিনা, তা আগে কৌশল করে
আপনাকে সেটি জেনে নেওয়ার সুযোগ করে নিতে হবে ।আপনি যখন ইনভাইটেশন পেয়ে যাবেন
তখন ডেনমার্ক ভিসা প্রসেসিং করতে আপনার জন্য সহজ হবে। তখন আপনি ইচ্ছে করলে আবেদন
করতে পারবেন । আবার ইচ্ছে করলে কোন এজেন্সির মাধ্যমে দিয়েও আপনি আবেদনটি করতে
পারবেন।
ডেনমার্ক যেতে কি কি লাগে
পৃথিবীর মানচিত্রে যদি কোন একটি শান্তির চিহ্ন দেখা যায় , তাহলে আপনি সেটি নিঃসন্দেহে পাবেন ডেনমার্ক। দেশটিতে রাজনৈতিক দিক থেকে স্থিতিশীলতা । অপরাধমুক্ত একটি সুন্দর পরিবেশ এবং উন্নত জীবনযাত্রার মানের জন্য দেশটি খ্যাতি অর্জন করেছে । বিশ্বব্যাপী ডেনমার্ক শুধু একটা পর্যটন কেন্দ্র নয় বরং সেখানে বিভিন্ন ধরনের কাজের সুযোগ , উচ্চশিক্ষার একটা সুন্দর ব্যবস্থা এবং স্বপ্নের জীবন গড়ে তোলার জন্য দেশটি অন্যতম আদর্শ গন্তব্য। দেশটিতে যেতে চাইলে আপনাকে প্রথমে জেনে নিতে হবে কাজের ধরন গুলো এবং সেখানে বেতন কত।
পাশাপাশি আপনি আরো জেনে রাখতে পারেন সেটি হলো ডেনমার্ক যেতে কত টাকা লাগে।
দেশটিতে বিভিন্ন ধরনের সেক্টর আছে। সেই সেক্টরে দক্ষ কর্মীর চাহিদা ব্যাপক আছে ।
যারা কাজের ভিসা নিয়ে দেশটিতে যেতে চান প্রথমেই আপনারা জেনে যাবেন যে ডেনমার্কের
কোন কাজে চাহিদা গুলো বেশি আছে। বাংলাদেশ থেকে ডেনমার্ক যাওয়ার জন্য বেশ কয়েক
ধরনের আপনি ভিসা ক্যাটাগরি পেয়ে থাকবেন। আর সেই ভিসা ক্যাটাগরি অনুযায়ী
প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে । কাজের তারতম্যের জন্য বা ভিসার
তারতম্যের জন্য কিছু কাগজপত্র আলাদা হয়ে থাকতে পারে । তবে সাধারণভাবে ভিসা আবেদন
করতে যে কাগজপত্র গুলো লাগে তা হলঃ
- বৈধ পাসপোর্ট
- ভিসা আবেদন ফরম
- পাসপোর্ট সাইজের ছবি
- চাকরির অফার লেটার
- কাজের দক্ষতা ও অভিজ্ঞতার সার্টিফিকেট
- ভিসা আবেদন ফি
- জাতীয় পরিচয় পত্র
- আইইএল টিএস স্কোর
- আর্থিক সক্ষমতার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট)
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির অফার লেটার
- ট্রাভেল রেকর্ড
বাংলাদেশ থেকে ডেনমার্ক যাওয়ার নিয়ম
বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ডেনমার্কের যেতে চান। ইউরোপের এই
দেশটিতে যে শিক্ষা ব্যবস্থা আছে তা বিশ্বমানের উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে
বিভিন্ন ধরনের কাজের সেক্টর রয়েছে এবং বিভিন্ন ধরনের কাজ করার সুযোগও তেমন
রয়েছে। তাই বলে যাচ্ছি আপনাকে বাংলাদেশ থেকে ডেনমার্ক যাওয়ার জন্য বৈধ পাসপোর্ট
ও ভিসা আপনি প্রয়োজন মত তৈরি করবেন। আমার জানা মতে ডেনিস ইমিগ্রেশন
ওয়েবসাইট বলে একটি ওয়েবসাইট আছে । আপনি ইচ্ছে করলে সেখানে ভিজিট করে ভিসা আবেদন
করতে পারেন।
আপনি যখন সিদ্ধান্ত নিবেন যে বাংলাদেশ থেকে ডেনমার্ক যাবেন। তখন সর্বপ্রথম আপনি
আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করে প্রথমে কোন বেসরকারি এজেন্সির
সহযোগিতায় কাজটি সম্পূর্ণ করতে পা্রেন। এই এজেন্সি গুলো আপনাকে ডেনমার্কের ভিসা
কিভাবে প্রসেসিং করতে হয় তার সম্পূর্ণ নির্দেশনা দিয়ে আপনাকে সাহায্য করে
থাকবেন। তবে মনে রাখতে হবে এক্ষেত্রে এই এজেন্সি গুলো একটা ফি মোটা অংকের চেয়ে
বসেন। যেটা তাদেরকে দিতে হয় । তবে সব সময় খেয়াল রাখবেন যেন কাজ শেষ না করার
আগে আপনি কখনো অগ্রিম টাকা দিয়ে ফেলবেন না।
ডেনমার্ক কাজের ভিসা পাওয়ার সহজ উপায়
বাংলাদেশ থেকে সরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি যদি ডেনমার্ক যেতে চান। তাহলে সহজে আপনি সেখানে যেতে পারবেন না ।কারণ ওয়ার্ক পারমিট ভিসা ইউরোপের এই দেশে কোন সুযোগ নেই। আর এজন্যই আগ্রহীদের নিজ থেকে অথবা ট্রাস্টেড এজেন্সির মাধ্যমে ডেনমার্কের যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে আপনাকে হয় আবেদন ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসা ও চাকরির অফার লেটার না পেলে আপনি কখনোই ভিসার জন্য আবেদন করতে পারবেন না'। তবে ট্রাস্টেড এজেন্সি যেটা আছে তার মাধ্যমে ভিসা প্রসেসিং করলে ওয়ার্ক পারমিট ও জব অফার লেটার এজেন্সি সংগ্রহ করে দেয় । ভি এস এস গ্লোবাল এর মাধ্যমে অনলাইন ভিসা আবেদন করতে পারবেন।
আরো পড়ুনঃ নরওয়ে যেতে কত টাকা লাগে - নরওয়ে বেতন কত
তবে কেউ চাইলে সরাসরি জন্য আবেদন করতে পারবেন। আপনি যখন ডেনমার্ক যাওয়ার
সিদ্ধান্ত নিবেন তখন আপনার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিজে নিজে অথবা
এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া করুন। ডেনমার্ক কাজের জন্য আপনি সেখানে
ভিসার যে প্রয়োজনীয় কাগজপত্র লাগে তার সংগ্রহ করে দিয়ে ভিসা প্রসেসিং
কার্যক্রম শুরু করে দিবেন এবং নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন
প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র এবং আপনি যে
এজেন্সির মাধ্যমে কাজটি করে নিবেন। সেই ভিসা আবেদন ফি ইত্যাদি জমা দিয়ে আবেদন
করা শেষ হলে দূতাবাস সাক্ষাৎকারের জন্য ডেকে পাঠাবেন।
ডেনমার্ক কাজের বেতন কত
ডেনমার্ক যেতে কত টাকা লাগে সেটা অবশ্যই আপনি জেনে নেবেন ভিসা করার আগেই। ডেনমার্কের কাজের বেতন কত এটি সাধারণত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এর ভিন্নতা অনেকটা হয়ে থাকে। যেমনঃ কাজের ধরন , দক্ষতা , অভিজ্ঞতা, কোম্পানির ধরন এবং আপনার ভাষা দক্ষতা কি রকম আছে তার উপরেও অনেকটা কাজের বেতন নির্ভর করে। যারা বাংলাদেশ থেকে ডেনমার্কের কাজের ভিসা নিয়ে যেতে চান ,সেই আগ্রহী প্রবাসী দের কোন কাজে কত বেতন তা জেনে যাওয়া আপনার কাজে অনেক প্রয়োজন। বর্তমানে ডেনমার্কের কাজের বেতন প্রায় ১৮০০ ইউরো থেকে শুরু করে পাঁচ হাজার ইউরো পর্যন্ত তারা দিয়ে থাকে।
প্রবাসী বাঙালিদের কাজের দক্ষতা ও অভিজ্ঞতা ও ভাষা দক্ষতা যখন ভালো হয় তখন কাজের বেতন বেশি তারা কোম্পানি থেকে নিজেরাই দিয়ে থাকে। শুধু তাই নয় কোন প্রবাসী ওভারটাইম কাজ করতে চাইলে তাকে কাজ করতে যাওয়ার সুযোগ দেওয়া হয় এবং কাজের বেতন অনেক বেড়ে যায়। ডেনমার্ক এ আছে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। আর উচ্চপর্যায়ের আছে সামাজিক নিরাপত্তা ।শুধু তাই নয় উচ্চ জীবনযাত্রা সুখে ও শান্তিতে বসবাস করার জন্য আপনি পাবেন খুব ভালো সুযোগ। কাজ করতে গিয়ে আপনি প্রবাসী হয়ে গিয়ে আপনি সহজে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পেয়ে থাকবেন। সেখানে আছে লিঙ্গ সমতা এবং বিভিন্ন ধরনের কাজের সেক্টর । আর সে নিশ্চয়তা এবং সুবিধা ডেনমার্কে গেলে প্রবাসীরা পেয়ে থাকে।
কাজের জন্য ডেনমার্ক দেশ কেমন
ইউরোপের মধ্যে ডেনমার্ক একটি দেশ । আর ডেনমার্ক হল উন্নত দেশ। এ দেশে যখন প্রবাসীরা সেখানে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে যান । তারা পেয়ে থাকেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা । ডেনমার্কদেশটি হলো ইউরোপীয় ইউনিয়নে একটি সেনজেন ভুক্ত দেশ । আর তাই সেনজেন দেশগুলোতে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা বেশ ভালো পাওয়া যায় । উন্নত দেশ ইউরোপের মধ্যেকার । আর সেখানে নিঃসন্দেহে বলতে হয় ডেনমার্ক হল উচ্চ আয়ের দেশ। আর তাই সবদিক থেকে ভেবে দেখলে কাজের জন্য ডেনমার্ক দেশটি হলো এক অন্যতম রাষ্ট্র।
শিক্ষার্থীরা সেখানে গিয়ে বিনামূল্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগও পেয়ে
থাকেন। আন্তর্জাতিক মানে সেখানে রয়েছে স্বাস্থ্যসেবা এবং স্থিতিশীল রাজনৈতিক
পরিবেশ হওয়ার জন্য সেখানকার জীবনযাত্রা ও সুখে শান্তিতে বাস করার একটা বিরাট
সুযোগ থাকে। ডেনমার্ক জুটল্যান্ড উপদ্বীপের বিরাট একটা জায়গার উপরে অবস্থিত
একটি ছোট্ট রাষ্ট্র। সেখানকার লোকেরা অত্যন্ত ধনী এবং আধুনিক। তাদের যে প্রাকৃতিক
সম্পদ আছে তারা খুব বুদ্ধিমত্তার সাথে ও দক্ষতার সাথে সেটি সদ্ব্যবহার করে।
শান্তিময় ও সুখী সমৃদ্ধ দেশ এবং সেখানে কাজে বিভিন্ন ধরনের সুবিধা থাকায়
বাংলাদেশ থেকে যারা সেখানে কাজের জন্য যান তারা পেয়ে থাকেন বিভিন্ন ধরনের
সুযোগ-সুবিধা এবং উন্নত জীবন ব্যবস্থা।
ডেনমার্ক কোন কাজের চাহিদা বেশি
ডেনমার্ক যেতে কত টাকা লাগে এটা জানার সাথে সাথে , আপনাকে ভিসা কিভাবে তৈরি করতে হয় এবং কোন কাজ করলে উচ্চমানের অর্থ উপার্জন করা যাবে । সেটা মাথায় নিয়ে আপনাকে ভিসার কাজ সম্পূর্ণ করতে হবে। ইউরোপে সবচেয়ে যে দীর্ঘস্থায়ী রাজত্ব গুলোন আছে তার মধ্যে একটি হল ডেনমার্ক। ডেনমার্ক অত্যন্ত আধুনিক এবং ধনী একটি দেশ। এখানকার নাগরিকরা উঁচু জীবনযাত্রায় চলাফেরার জন্য যে মান আছে তা তারা উপভোগ করেন। আর তাই কাজের জন্য যারা ডেনমার্ক যেতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে , ডেনমার্ক যাওয়ার জন্য আপনাকে ন্যূনতম শিক্ষায় কিছু শিক্ষিত হতে হবে ।
আরো পড়ুনঃ লিথুনিয়া যেতে কত টাকা লাগে
অর্থাৎ আপনি যে কোন কাজে ভিসার মাধ্যমে যেতে চাইলে অবশ্যই আপনাকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে। কারণ ইউরোপের একটি দেশ হলো ডেনমার্ক। উচ্চ আয়ের একটিদেশ বলে স্বীকৃতিপ্রাপ্ত । সে দৃষ্টিতে কোন অশিক্ষিত লোক বসবাস করা সেখানে অনেক কঠিন হয়ে যাবে এবং বাইরে দেশ থেকে যারা কাজের জন্য যান তারা কখনোই অশিক্ষিত লোককে কাজে যোগদান করান না। আর তাই সমস্ত প্রস্তুতির শেষে চলুন দেখে নেওয়া যাক ডেনমার্কের কোন কাজে চাহিদা বেশি আছে।
- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
- কনস্ট্রাকশন
- কৃষিকাজ
- শিক্ষক
- ড্রাইভিং
- ইলেকট্রিক্যাল ও
- ক্লিনার
ডেনমার্ক স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা লাগে
বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার জন্য যায় তার মধ্যে ডেনমার্ক একটি জনপ্রিয় গন্তব্য। তবে পড়াশোনার উদ্দেশ্যে আমাদের বাংলাদেশীরা এই দেশে যেতে যেহেতু আগ্রহ প্রকাশ করে । তাহলে প্রথমে শিক্ষার্থীদের কে ডেনমার্ক স্টুডেন্ট ভিসার খরচ কি ধরনের হয় বা কতটা হয় তা প্রথমে তাদেরকে ধারণাটা নিয়ে নিতে হবে। বর্তমানে ডেনমার্কের স্টুডেন্ট ভিসা করতে খরচ পড়ে প্রায় ৪ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা পর্যন্ত । তবে আপনি যদি নিজে নিজে ডেনমার্ক স্টুডেন্ট ভিসা প্রসেসিং করতে পারেন তাহলে আপনার খুব স্বল্প খরচে তা ভিসার কাজ হয়ে যাবে।
আর যদি আপনি কখনো এজেন্সির মাধ্যমে ভিসার কাজ শেষ করতে চান তাহলে আপনার খরচটা
বেশি হয় । বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে আপনাকে টিউশন ফি সাধারণত ৪০০
ইউরো থেকে ১০ হাজার ইউরো পর্যন্ত সেখানে দিতে হয় । ডেনমার্কের স্টুডেন্ট ফি
অগ্রিম পরিশোধ করে তবে সেখানে পড়াশোনার করতে যাওয়ার সুযোগ পাওয়া যায়। হ্যাঁ
,তবে এটুকু যে ডিপার্টমেন্ট ও বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা হওয়াতে সেখানে টিউশন
ফি ভিন্ন হতে পারে।
ডেনমার্ক যেতে কত বছর বয়স লাগে
ডেনমারকে যেতে হলে নির্দিষ্ট কোন বয়সসীমা সেখানে দেওয়া নেই। বাধা -ধরা কোন
নিয়ম নেই। আপনি ইচ্ছে করলে যে কোন বয়সে যে কোনো সময়ে ডেনমার্কের যেতে পারবেন ।
তবে যদি আপনি কাজের ভিসা নিয়ে সেখানে আবেদন করেন তাহলে , আপনার বয়সের দিকে
অবশ্যই খেয়াল রাখতে হবে। আবেদনকারীর বয়স যেন সেখানে ২১ থেকে৩৫ এর মধ্যে হয়।
এরকম বয়স সীমা হলে ভিসা পাওয়া আপনার জন্য অনেক টা সম্ভাবনা বেশি থাকে।
এই বয়সে কাজে অনেক স্পৃহা থাকে অর্থাৎ কাজ করবার মত ধৈর্য এবং দক্ষতা বেশি তৈরি
হয়ে থাকে। আর তাই কাজের ভিসা করতে হলে আপনাকে অবশ্যই ২১ বছরের পরে সেই ভিসার
জন্য আবেদন করতে হবে। বাংলাদেশ থেকে অনেকেই স্টুডেন্ট ভিসা নিয়ে ডেনমারকে যান
এবং সেখানে পড়ালেখার পাশাপাশি তারা আলাদাভাবে সময় বের করে অনেক সময় কাজ করে
থাকেন । এতে করে তাদের স্বচ্ছলতাটা ভালো হয়। উন্নত পরিবেশ এবং উন্নত জীবনমান
হওয়াতে ডেনমার্কের বসবাস করে প্রবাসীরা খুব স্বাচ্ছন্দ বোধ করে থাকে।
FAQs
বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে ডেনমার্ক বিমান পথে যেতে সময় লাগে প্রায় ১২ ঘণ্টা থেকে
১৫ঘন্টা
বাংলাদেশ টু ডেনমার্ক বিমান ভাড়া কত?
বাংলাদেশ টু ডেনমার্ক যেতে বিমান ভাড়া হয়ে থাকে প্রায় ৯৫০০০ থেকে ২ লাখ টাকা
পর্যন্ত।
ডেনমার্ক যেতে কত পয়েন্ট লাগে?
স্টুডেন্ট ভিসায় আবেদন করলে বিশ্ববিদ্যালয় আইইএলটিএস এর স্কোর চায়
ন্যূনতম ৫.৫থেকে৬.৫
ডেনমার্ক স্টুডেন্ট ভিসা করতে কত ব্যাঙ্ক ব্যালেন্স লাগে?
স্টুডেন্ট ভিসা করতে ব্যাংক ব্যালেন্স লাগে প্রায় ৮ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা
পর্যন্ত
শেষ কথাঃ ডেনমার্ক যেতে কত টাকা লাগে
আপনি যদি ডেনমার্ক যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং আর্টিকেলটি পড়ে ন্যূনতম আপনার উপকার হলে আমার ভালো লাগবে। তবে ইউরোপের ডেনমার্ক দেশে যেতে হলে আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই শিক্ষিত হতে হবে । অশিক্ষিত ব্যক্তিকে তারা কাজে নেয় না পাশাপাশি কাজের দক্ষতা তৈরি করে নিজেকে দক্ষ ব্যক্তি হিসেবে কাজে যোগদান করুন। প্রবাসে গিয়ে প্রফুল্লতা মনে রেখে কাজ করুন। আর টাকা রোজগার করে বিদেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ কে করেন সমৃদ্ধ । ধীরে ধীরে বাংলাদেশের লোক সংখ্যা ডেনমার্ক এ গিয়ে কাজ করে কিম্বা সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে সেখান থেকে যে রেমিটেন্স পাঠান ।
সেটাতে জনসংখ্যা কে জনশক্তিতে পরিণত করে আমাদেরকে বাংলাদেশ কে সমৃদ্ধ করুন। ডেনমারকে যাওয়ার জন্য সরকারিভাবে ভিসা তৈরি করুন এবং তুলনামূলক কম খরচ করে ডেনমার্কে পাড়ি জমান । আর বেসরকারি এজেন্সির মাধ্যমে যদি আপনি ভিসা তৈরি করেন তাহলে তার সত্যতা কতটুকু তা জেনে আপনি ভিসা তৈরির কাজ করতে দেবেন। বাংলাদেশ সরকার অনুমোদিত যে এজেন্সি গুলো আছে প্রতারণা এড়াতে সেখানে ভিসা তৈরি করতে দিন।
আপনার মূল্যবান মতামত দেন। এখানে প্রতিটি মতামতের রিভিউ প্রদান করা হয়।
comment url