বেলারুশ কাজের ভিসা বেতন কত - সর্ব নিম্ন বেতন কত
বেলারুশ কাজের ভিসা বেতন কত তা বাংলাদেশের ভিসার ক্যাটাগরির পাশাপাশি এজেন্সির উপরে অনেকটা নির্ভর করে। ভাবুন তো ইউরোপের এমন একটা দেশ আছে যেখানে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম। কাজের সুযোগও আছে অনেক। আর বেতন আপনার স্বপ্ন পূরণের পথ তৈরি করে দেয়।
কিন্তু খুব বেশি মানুষ এই দেশটির নামই শুনেনি। ছবির মত সুন্দর , নিরিবিলি রাস্তা আর স্নিগ্ধ প্রকৃতি ময়। এখানে প্রবাসীদের জন্য আছে চমকপ্রদ আয়ের সুযোগ। আজ আমরা কথা বলব বেলারুশ নিয়ে যা এক ইউরোপীয় দেশ।যেটি প্রবাসীদের জন্য হয়ে উঠেছে এক আকর্ষণীয় গন্তব্য।
পেজ সূচিপত্রঃ বেলারুশ কাজের ভিসা বেতন কত
- বেলারুশ কাজের ভিসা বেতন কত
- বেলারুশ যেতে কত টাকা লাগে
- বেলারুশ কেন আকর্ষণীয়
- বেলারুশ সর্বনিম্ন বেতন কত
- বেলারুশ কাজের ভিসা পাওয়ার নিয়ম
- বেলারুশ যেতে কি কি লাগে
- বেলারুশ কোন কাজে চাহিদা বেশি
- বেলারুশ ওয়ার্ক পারমিট ভিসা
- বেলারুশে নাগরিকত্ব পাওয়ার উপায়
- উপসংহারঃ বেলারুশ কাজের ভিসা বেতন কত
বেলারুশ কাজের ভিসা বেতন কত
বেলারুশে প্রবাসীরা মূলত কয়েকটি সেক্টরে কাজ করে। দেশটি ধীরে ধীরে বিদেশী শ্রমিকদের জন্য উন্মুক্ত হচ্ছে। বিশেষ করে দক্ষতা ও নির্ভরযুক্ত কাজের ক্ষেত্রে। ইউরোপে সিলিকন ভ্যালি নামে পরিচিত পাচ্ছে বেলারুশ। কারণ রাজধানী মিনস্কে অনেক আন্তর্জাতিক আইটি কোম্পানি রয়েছে। যেখানে নানা দেশের দক্ষ প্রোগ্রামার , ওয়েব ডেভেলপার ও ডিজাইনার কাজ করে যাদের গড় বেতন মাসে ১২০০ থেকে ৩০০০ ডলার । ই-কমার্স ও ডেলিভারি সেক্টরে বিদেশিদের জন্য ড্রাইভার , গুদাম কর্মী , লজিস্টিক সহকারি পদে সুযোগ রয়েছে। যাদের গড় বেতন মাসে ৪০০ থেকে ৬০০ ডলার।
দেশটিতে ভাষা প্রশিক্ষকদের নিয়োগ দেওয়া হয় । কারণ ইংরেজি শেখানোর চাহিদা বেশি । অনেক স্কুল ও ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট বিদেশি শিক্ষক নিয়োগ দেয় । যাদের গড় বেতন মাসে ৮০০ থেকে ১৫০০ ডলার। রাজধানীর মিনস্ক ও শহর এলাকায় হোটেল রেস্তোরাঁ ও পর্যটন সভায় বিদেশী কর্মীদের চাহিদা রয়েছে। যাদের গড় বেতন মাসে ৫০০ থেকে ৮০০ ডলার। সাথে বোনাস রয়েছে। গার্মেন্টস, ইলেকট্রনিক্স ও খাদ্যপ্রসেসিং কারখানায় দক্ষ- অদক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হয়। যাদের গড় বেতন মাসিক ৪০০ থেকে ৭০০ ডলার।
বেলারুশ যেতে কত টাকা লাগে
বেনারস যেতে কত টাকা লাগে তা সাধারণত নির্ভর করে, বেলারুশ কাজের ভিসা বেতন কত এবং
ভিসার ক্যাটাগরি অনুযায়ী। বর্তমান সময় অনুযায়ী বেলারুশে কাজের ভিসা, ফ্লাইট
প্যাকেজ খরচ ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার মধ্যে হতে পারে। এই খরচটা মাথায়
রেখে আপনাকে ভিসার কাজ সম্পন্ন করার পদক্ষেপ নিতে হবে। বর্তমানে বেলারুশে একজন
সাধারণ শ্রমিকের বেতন হয়ে থাকে ৩৫০ থেকে ৫০০ ডলার। যেটা বাংলাদেশী টাকায়
কনভার্ট করলে হয় ৫০হাজার থেকে ৬০ হাজারে মধ্যে।
আরো পড়ুনঃ পর্তুগাল যেতে কত টাকা লাগে - এর কার্যকারী তথ্য
তবে দক্ষ কর্মীদের জন্য এখানে কাজের বেতন আর একটু বেশি হয়ে থাকে। যারা দক্ষ
কর্মী তাদের জন্য বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে বা রেস্টুরেন্টের কাজ বা সেফ
হিসেবে বিভিন্ন ধরনের কাজ আছে। যদি আপনি সেই দক্ষতা সেখানে প্রয়োগ করেন বা আপনি
দক্ষ কর্মী হিসেবে যেতে চান তাহলে কাজের বেতন হবে ৫০০ থেকে ৬০০ ডলার । যা
বাংলাদেশী টাকায় কনভার্ট করলে ৭০০০০ থেকে ৮০০০০ টাকার কাছাকাছি হয়ে থাকবে।
বেলারুশ কেন আকর্ষণীয়
পূর্ব ইউরোপে অবস্থিত একটি স্থল বেষ্টিত দেশ। এর চারপাশে রয়েছে রাশিয়া , ইউক্রেন, পোল্যান্্ লিথুনিয়া ও লাটভিয়া। রাজধানী মীনস্ক যা দেশের অর্থনীতি , রাজনীতি ও সংস্কৃতি এর কেন্দ্রবিন্দু।। দেশটির আয়তন প্রায় ২০৭ ৬০০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৯.২ মিলিয়ন। দেশটির মুদ্রার নাম বেলারুশিয়া রুবল। এক বেলারুশিয়ান রুবল সমান বাংলাদেশি ৪৪ থেকে ৪৫ টাকা ।বেলারুল ভিসা প্রক্রিয়ায় তুলনামূলকভাবে সহজ ।বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য ভিসা পাওয়া খুব সহজ।
ইউরোপের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর ও কম অপরাধের হার । সাশ্রয়ী জীবনযাত্রা ইউরোপের অন্যান্য দেশের চেয়ে সহজ। তবে কিছু চ্যালেঞ্জ ও সতর্কতা আছে। শীতকালে অত্যন্ত ঠান্ডা । তাপমাত্রা অনেক সময় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে চলে আসে । যার কারণে বাংলাদেশী প্রবাসীদের ক্ষেত্রে তা হতে পারে একটু কষ্টদায়ক। তাই আপনি আসার পূর্বে অবশ্যই শীতের অর্থাৎ মাইনাস ডিগ্রীর পোশাক সাথে নিয়ে আসবেন। নয়তো ওই দেশে অনেক টাকা দিয়ে আপনাকে পোশাক ক্রয় করতে হতে পারে। গ্রীষ্মকাল নরম ও স্বস্তিদায়ক। কখনো কখনো বেলারুশকে ইউরোপে ফুসফুস বলা হয়ে থাকে।
বেলারুশ সর্বনিম্ন বেতন কত
বেলারুশ কাজের ভিসা বেতন কত সেটা ভিসা আবেদন করার পূর্বে জানা যেমন প্রয়োজন । তেমনটি প্রয়োজন বেলারুশে সর্বনিম্ন বেতন কত। বর্তমানে বেলারুশে আপনি যদি পার্টটাইম কাজ খোঁজেন তাহলে সেখানে সর্বনিম্ন বেতন পাবেন নূন্যতম প্রায় ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হবে সেখানে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত। এছাড়া বেলারুশে ফুলটাইম কাজের ক্ষেত্রে ন্যূনতম বেতন হয়ে থাকে প্রায় ২৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত।তবে দক্ষতা এবং অভিজ্ঞতার জন্য কাজের বেতন আরো বেশি হয়ে থাকে।
অপরদিকে দেখা যায় যে বেলারুশে উচ্চপদস্থ কাজের বেতন সর্বনিম্ন হয়ে থাকে প্রায় ৭০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বেতন ১ লাখ ৫০ হাজার টাকার উপর। বেলারুশে জীবন যাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের চেয়ে কম। যেমন এক বেডের বাসা ২০০ থেকে ৩৫০ ডলার । খাবার ১৫০ থেকে ২৫০ ডলার । যাতায়াত খরচ ২০ থেকে ৪০ ডলার এবং অন্যান্য যেমন ইন্টারনেট , ফোন , পোশাক খরচ আনুষঙ্গিক সবমিলিয়ে ৫০ থেকে ৮০ ডলার আসতে পারে । একজন প্রবাসী ৪০০ থেকে ৫০০ ডলার সাশ্রয় করতে পারে । যদি তিনি ব্যয়বহুল জীবনযাত্রা এড়িয়ে চলে।
বেলারুশ কাজের ভিসা পাওয়ার নিয়ম
সরকারিভাবে বেলারুশ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বেলারুশ যাওয়া যায়
না । তবে আপনি চাইলে বেসরকারিভাবে কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে পারবেন
অনায়াসে। কাজের ভিসা পাওয়ার জন্য আপনাকে ইন্ডিয়া থেকে ভিসা প্রসেস করতে হবে।
কারণ বাংলাদেশে এম্বাসি নেই। বাংলাদেশ থেকে বেলারুশে কাজের ভিসা পেতে হলে আপনাকে
কিছু নিয়ম মেনে কাজ করতে হবে। যেমন প্রথমে কোন বেলারুশ কোম্পানির কাছ থেকে কাজের
প্রস্তাব পেতে হবে।
আপনি যখন কোম্পানির কাছ থেকে কাজের প্রস্তাব পাবেন অর্থাৎ কাজের চুক্তিপত্র এবং ইনভাইটেশন লেটার সংগ্রহ করে নিতে পারলে নিজে নিজে বেলারুশ কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন। এতে করে আপনার ভিসা খরচ অনেকটা কম হবে । আর কোন বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে করলে ভারতে গিয়ে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে হয়। প্রয়োজনীয় কাগজপত্র ভিসার জন্য সংগ্রহ করে দূতাবাসে গিয়ে ভিসা আবেদন সম্পন্ন করতে হয়।
বেলারুশ যেতে কি কি লাগে
বেলারুশ একটি ইউরোপে সেনজেনভুক্ত একটি দেশ। বেলারুশে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। আপনি সেখানে কাজ করে ভালো এমাউন্টের স্যালারি পেতে পারেন । কাজের বেতন প্রায় ৩৫০ ডলার থেকে ৪৫০ ডলার পর্যন্ত হয়ে থাকে। যেটা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে হয় ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকার কাছাকাছি। দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে বেলারুশ যেতে পারলে জীবনযাত্রা ও কাজ পাওয়া তেমন কঠিন হয় না।
আরো পড়ুনঃ সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা - সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে
তাই বেলারুশ কাজের ভিসা বেতন কত জেনে , বেলারুশ যেতে কি কি লাগে তা আপনাকে
তা সংগ্রহ করতে হবে। আর তাই বাংলাদেশ থেকে বেলারুশ যেতে যে সকল প্রয়োজনীয়
কাগজপত্র লাগবে তা হলঃ
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ।
- জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (প্রয়োজন হলে জমা দিতে হবে)।
- ন্যূনতম তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ।
- মেডিকেল রিপোর্ট ।
- অনলাইন ভিসা আবেদন পূরনকৃত ফরম ।
- ভিসা আবেদন ফি পরিষদের রশিদ ।
- দক্ষতার সার্টিফিকেট ইত্যাদি ।
বেলারুশ কোন কাজে চাহিদা বেশি
বেলারুশ ওয়ার্ক পারমিট ভিসা
- ফ্যাক্টরি বা কারখানা শ্রমিক
- কনস্ট্রাকশন ও ওয়েল্ডিং
- মেকানিক ইলেকট্রিশিয়ান
- হাউসকিপিং ও ক্লিনার
- ড্রাইভার
- হোটেল সহকারী , সেফ হেল্পার
- কৃষি , ফুড ডেলিভারি
বেলারুশে নাগরিকত্ব পাওয়ার উপায়
- বিবাহ বন্ধনে মাধ্যমে
- পাঁচ বছর বসবাস করার পর তাদের শর্ত অনুযায়ী নাগরিকের জন্য আবেদন করতে পারবেন।
আপনার মূল্যবান মতামত দেন। এখানে প্রতিটি মতামতের রিভিউ প্রদান করা হয়।
comment url