ব্রুনাই ভিসার দাম কত - ব্রুনাই বেতন কত
ব্রুনাই ভিসার দাম কত? ব্রুনাই যেতে কত টাকা লাগে? ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম ধনী একটি রাষ্ট্র এবং ইসলামিক শান্তি সমৃদ্ধ ধনী দেশ । আয়তনে ছোট হলেও দেশটির মানুষ অনেক সুযোগ-সুবিধা পায় সরকার থেকে । এ দেশে কোন ভিসাতে গেলে ভালো হবে তা জানানোর চেষ্টা করবো।
ব্রুনাই আপনি বোয়েসেলের মাধ্যমে যেতে পারবেন এবং বোয়েসেল ছাড়া যে কোন রিক্রুটিং এজেন্সি গুলো রয়েছে যারা ব্রুনাই নিয়ে কাজ করে তাদের মাধ্যমেও ভিসার কাজ করতে পারেন । ব্রুনাই ছোট্ট কিন্তু ধনী দেশ । টেক্স ফ্রী কান্ট্রি। নিরাপদ, মুসলিম ফ্রেন্ডলি এবং বাংলাদেশীদের জন্য খুব ভালো একটি গন্তব্য ।
পেজ সূচিপত্রঃ ব্রুনাই ভিসার দাম কত
- ব্রুনাই ভিসার দাম কত
- ব্রুনাই বেতন কত
- ব্রুনাই ভিসা ফর বাংলাদেশি
- ব্রুনাই কোন কাজে চাহিদা বেশি
- ব্রুনাই যেতে কত টাকা লাগে
- ব্রুনাই যেতে কোন ডকুমেন্টস লাগে
- ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে
- ব্রুনাই ভিসা আবেদনের ধাপ
- ব্রুনাই কাজের ভিসা
- উপসংহারঃ ব্রুনাই ভিসার দাম কত
ব্রুনাই ভিসার দাম কত
মূলত ব্রুনাই ওয়ার্ক পারমিটে দুই ভাবে যাওয়া যায় । একটি হচ্ছে বাংলাদেশ
এমপ্লয়মেন্ট বোয়েসেলের মাধ্যমে । আর একটি হচ্ছে এজেন্ট এর মাধ্যমে বা দালালের
মাধ্যমে । এজেন্টের মাধ্যমে যেতে চাইলে অবশ্যই টাকা বেশি লাগবে । আর আপনি যদি
বাংলাদেশ এমপ্লয়মেন্ট বোয়েসেলের মাধ্যমে আসতে চান তাহলে আপনার টাকার খরচটা
অনেকটা কমে আসবে । কিন্তু বোয়েসেলের মাধ্যমে আপনি যেতে চাইলে আপনার অবশ্যই কাজের
দক্ষতার সার্টিফিকেট লাগবে। এজেন্টের মাধ্যমে ব্রুনাই যেতে চাইলে আপনার .৩ লাখ
টাকা থেকে চার লাখ টাকা পর্যন্ত লাগতে পারে।
আর যদি ব্রুনায়ে নিজের কাছের লোক থাকে তাহলে ভিসা লাগাতে আপনার খরচ হবে আড়াই
লাখ টাকা থেকে ৩ লাখ টাকা এর মধ্যে হয়ে যেতে পারে । তবে আপনি যদি বোয়েসেলের
মাধ্যমে ব্রুনাই আসতে পারেন তাহলে আপনার খরচ হতে পারে ২ লক্ষ টাকা থেকে আড়াই
লক্ষ টাকার মধ্যে । সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি সরকারি খরচে অর্থাৎ বোয়েসেলের
মাধ্যমে আবেদন করলে আপনার ব্রুনাই আশা এবং কাজ ভাল পাওয়া ও বেতন বেশি পাওয়া
আপনার জন্য অনেক বেশি সহজ হতে পারে।
ব্রুনাই বেতন কত
ব্রুনাই ভিসার দাম কত? ব্রুনাই বেতন কত? আপনাকে যেতে হলে ব্রুনাই সম্পর্কে জানা উচিত । ব্রুনাই তে যারা কাজ করে তারা কিন্তু প্রতি মাসে দক্ষতা স্বরূপ ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। যারা ব্রুনাইতে সাপ্লাইয়ের ভিসায় কাজ করে তারা প্রতি মাসে ৪০ হাজার টাকা থেকে.৫০ হাজার টাকা পর্যন্ত কোম্পানি বেতন প্রদান করে থাকে । এতে কাজের দক্ষতার পাশাপাশি বেতনের পরিমাণও বৃদ্ধি হয়ে থাকে । তবে কাজের দক্ষতার সার্টিফিকেট নিয়ে ব্রুনায়ে যেতে পারলে আপনি কাজের বেতন শুরু থেকে বেশি পেতে পারেন । এবার আমরা জানবো ব্রুনায়ে সর্বনিম্ন কত বেতন হয়ে থাকে।
আরো পড়ুনঃ মেসিডোনিয়া কাজের বেতন কত - মেসিডোনিয়া কাজের ভিসা
কন্সট্রাকশনে বা বিল্ডিং এর কাজ করতে আপনি যদি চান তাহলে ২০ ডলার বেতন হয়ে থাকে
প্রতিদিন সর্বনিম্ন। তবে যারা ক্লিনারের কাজ করে থাকেন তারা ১৫ ডলার আয় করে
থাকেন । ইতিমধ্যে আপনি বুঝে গেছেন নতুন অবস্থায় কাজের বেতন কত হয়ে থাকতে পারে।
তবে এখানে কাজের বেতন হয়ে থাকে প্রতিদিন হিসেবে । আপনি যতদিন কাজ করবেন দিন
হিসেবে ব্রুনাই এর কাজের বেতন পেয়ে থাকবেন । হেলপার বা লেবার যারা ন্যূনতম বেতন
বাংলাদেশী টাকায় ৩৫০০০ থেকে ৪৫ ০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন । ড্রাইভার ৫০
হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন ।
ওয়েল্ডার বা ইলেক্ট্রিশিয়ান বা প্লাম্বার তারা বাংলাদেশী টাকায় বেতন পেয়ে
থাকেন ৫৫ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত । আর হোটেল বা রেস্টুরেন্ট স্টাফ এরা
বেতন পেয়ে থাকেন প্রায় ৪৫ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত । ব্রুনাই এ গিয়ে
যারা একাউন্টেন্ট বা সুপারভাইজার এর কাজ পেয়ে থাকে তারা প্রথমদিকে বাংলাদেশি
টাকায় ৮০ হাজার টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। আইটি
বা ইঞ্জিনিয়ার এদের বেতন ১ লাখ ৫০ হাজার থেকে শুরু হয় । এবং তাদের দক্ষতা
অনুযায়ী বেতন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
ব্রুনাই ভিসা ফর বাংলাদেশী
ব্রুনাই যাওয়ার জন্য কয়েক ধরনের ভিসা আছে । যারা ভ্রমণ করতে ইচ্ছুক তারা টুরিস্ট ভিসায় যেতে পারবেন । কয়েকটি আলাদা সুযোগ সুবিধা আছে । টুরিস্ট ভিসায় যেতে চাইলে ২ লক্ষ টাকা থেকে আড়াই লক্ষ টাকা বাজেট করতে হবে । বর্তমানে ব্রুনাই যেতে ফ্রি ভিসা বাংলাদেশিরা বেশি খোঁজে থাকেন । কারণ ফ্রি ভিসার মধ্যে অনেকগুলো সুযোগ সুবিধা আছে। ব্রুনাই ফ্রি ভিসায় গিয়ে যেকোনো কাজ করতে পারবেন। আপনার ইচ্ছা মত যে কাজ ভালো লাগবে সে কাজ করতে পারবেন
ব্রুনাইতে মূলত দুই ধরনের ওয়ার্ক ভিসা হয়ে থাকে । প্রথমত , এসপি ভিসা অর্থাৎ
সার্ভিস ভিসা । এটি অ স্থায়ী চাকরির জন্য । দ্বিতীয়ত , এমপ্লয়মেন্ট ভিসা । এটি
দুই ধরনের মেয়াদী চাকরির জন্য যারা মনোনীত হন তাদের জন্য । দুই ধরনের ভিসাতেই জব
কনফারমেশন ছাড়া হয় না । অর্থাৎ আগে জব লেটার পাবেন তারপর ভিসার এপ্লাই করতে
পারবেন। ব্রুনাই ভিসা সরাসরি এপ্লাই করার সিস্টেম নেই । আগে জব অফার বা ওয়ার্ক
পারমিট অ্যাপ্রুভাল লাগে । তারপর বাংলাদেশে ব্রুনাই দূতাবাস থেকে ভিসা স্ট্যাম্প
হয় ।
ব্রুনাই কোন কাজে চাহিদা বেশি
ব্রুনাই ভিসার দাম কত? ব্রুনাই যেতে চাইলে আপনাকে এর পাশাপাশি জেনে নেওয়া উচিত
ব্রুনাই কোন কাজে চাহিদা বেশি । ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর
মধ্যে সিঙ্গাপুরের পরে দ্বিতীয় সর্বোচ্চ মান উন্নয়ন সূচক এবং একটি উন্নত
রাষ্ট্র। ব্রুনাই একটি রাজতান্ত্রিক ইসলামিক দেশ । যার রাজধানী বন্দর সেরি বেগা
ওয়ান। ব্রুনাইয়ের উত্তর দক্ষিণে চিনা সাগর এবং এই তিন পাশে মালয়েশিয়া দেশ
অবস্থিত। বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ জীবিকার উদ্দেশ্যে
ব্রুনাই যায় ।
আরো পড়ুনঃ সুইডেন যেতে কত টাকা লাগে - সুইডেনে বেতন কত
ব্রুনাই ছোট্ট একটি দেশ হলেও এটি অনেক শান্তিপূর্ণ ও ইসলামিক কান্ট্রি হওয়ায়
বাংলাদেশিদের জন্য হতে পারে একটি সুন্দর গন্তব্য । বাংলাদেশের অধিকাংশ লোক
ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ব্রুনাই যায় । তবে বর্তমানে ব্রুনাইয়ে যে সকল কাজের
চাহিদা সবচেয়ে বেশি তার মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন কাজ , ফ্যাক্টরির কাজ,
রেস্টুরেন্টের কাজ , টাইলস মিস্ত্রি , কৃষিকাজ এবং ড্রাইভিং । তবে দক্ষতা
সম্পন্ন ব্যক্তিদের জন্য যে কোন দেশে কাজের বেতন অনেক বেশি হয়ে থাকে। সেজন্য
দক্ষ হয়ে ব্রুনাই যাওয়া আপনার উচিত বলে আমি মনে করি ।
ব্রুনাই যেতে কত টাকা লাগে
আপনি যখন ব্রুনাই যাবেন তখন আপনাকে জেনে নিতে হবে ব্রুনাই ভিসার দাম কত এবং
ব্রুনাই যেতে কত টাকা লাগে? ব্রুনাই স্বপ্নের মত ছোট্ট রাজ্য। যেখানে বিশাল আয়ের
সম্ভাবনা । তেল ও গ্যাস সমৃদ্ধ এই শান্তিপূর্ণ দেশটিতে এখন বাংলাদেশী কর্মীদের
জন্য খুলে দিয়েছে এক দারুন সুযোগ । সরকারি খরচে অর্থাৎ বোয়েসেলের মাধ্যমে
একেবারে স্বচ্ছ এবং নিরাপদ প্রক্রিয়ায় যাচ্ছে দক্ষ এবং অদক্ষ কর্মী । দক্ষ
সম্পন্ন কর্মী হয়ে আপনি ব্রুনাই যেতে পারেন তাহলে আপনি বেশি লাভবান হবেন ।
ব্রুনাই যেতে কত টাকা লাগে তার সম্পূর্ণ নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরির ভিসার
মাধ্যমে যেতে চাচ্ছেন। এদেশে যেতে চাইলে বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি আছে।
যেমনঃ স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা , কাজের ভিসা এবং মেডিকেল ভিসা ।
স্টুডেন্ট ভিসায় আপনার খরচ পড়বে প্রায় .২ লক্ষ টাকা থেকে সাড়ে তিন লক্ষ টাকা
পর্যন্ত। টুরিস্ট ভিসা, এই ভিসায় যেতে হলে আপনার খরচ হতে পারে প্রায় । এক লক্ষ
থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত।
ভ্রমণের উদ্দেশ্য আপনার নির্ধারণ করে ভিসা ক্যাটাগরি নির্বাচন করে নিতে হবে। সেই প্রেক্ষাপট থেকে ওয়ার্ক পারমিট ভিসাতে আপনার খরচ হতে পারে ৩ লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত । মেডিকেল ভিসা এখানে খরচ হবে প্রায় ৮০ হাজার টাকা থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত । আপনি যদি নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারেন তাহলে আপনার খরচ কম হতে পারে । আপনি সবসময় চেষ্টা করবেন প্রতারক চক্রে না পড়ে সরাসরি সরকারিভাবে ব্রুনাই যেতে।
ব্রুনাই যেতে কোন ডকুমেন্টস লাগে
ব্রুনাই ভিসার দাম কত? ব্রুনাই যেতে হলে আপনাকে তা জানার পাশাপাশি আরো জেনে নিতে
হবে ব্রুনাই যেতে কোন ডকুমেন্টস লাগে? আমাদের দেশে দৈনিক পারিশ্রমিক কম
হওয়ায় , একটু বেশি পারিশ্রমিকের আশায় প্রতিবছর কয়েক হাজার শ্রমিক ব্রুনাই
দেশে যাচ্ছেন। ব্রুনাই দেশ একটি ধনী দেশ হওয়ায় সেখানে একজন শ্রমিক প্রতিদিন
সর্বনিম্ন ২০ ডলারের কাছাকাছি উপার্জন করতে পারে । তাই যারা উপার্জনের স্বার্থে
বিদেশে যেতে চান , তাদের কাছে ব্রুনাই একটি খুব পছন্দের জায়গা হয়ে উঠেছে।
ভিসা ক্যাটাগরি অনুযায়ী ব্রুনাই যেতে প্রয়োজনীয় কাগজপত্র গুলো কিছুটা আলাদা
হতে পারে । তবে ব্রুনাই যেতে যে ডকুমেন্টসগুলো লাগে তা নিম্নে আলোচনা করা
হলো।
- বৈধ পাসপোর্ট। মিনিমাম যার মেয়াদ হবে দুই বছর।
- ছবি পাসপোর্ট সাইজ। সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
- পুলিশ ক্লিয়ারেন্স
- মেডিকেল রিপোর্ট
- সিভি
- অফার লেটার এবং কন্ট্রাক্ট পেপার
- ট্রেড লাইসেন্স
- বিশ্ববিদ্যালয় অফার লেটার
- ব্যাংক স্টেটমেন্ট
- ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম
- জন্ম নিবন্ধন পত্র
- ব্যাংক সলভেন্সি। মিনিমাম জনপ্রতি তিন লক্ষ টাকা রাখতে হবে।
- টিন সার্টিফিকেট
- টুরিস্ট ভিসা হলে ফ্লাইট রিটার্ন টিকিট থাকতে হবে।


.webp)
আপনার মূল্যবান মতামত দেন। এখানে প্রতিটি মতামতের রিভিউ প্রদান করা হয়।
comment url