শরীরে লাল লাল রেশ চুলকানি - কার্যকরি ঘরোয়া প্রতিকার
শরীরে লাল লাল রেশ চুলকানি যা শরীরের হঠাৎ রেশ বা লাল দাগ উঠলে তার সঙ্গে চুলকানি হলে অনেকেই ভয় পেয়ে যান। কেউ ভাবেন এলার্জি হয়েছে কেউ ভাবেন হয়তো মারাত্মক রোগের লক্ষণ। কিন্তু আসলেই এর পেছনে একাধিক কারণ থাকতে পারে তা আজকের আর্টিকেলে আমরা জানবো।
শরীরের রেশ বা লাল লাল দাগ সহ চুলকানি হওয়ার সাধারণ কারণ গুলো কি? এর ঝুঁকি কতটা? ঘরে বসে কিভাবে সাময়িকভাবে উপশম পাওয়া যায়? এবং কোন পরিস্থিতিতে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। বিশেষজ্ঞরা বলেছেন শরীরে চুলকানি ও রেশের অন্যতম বড় কারণ হলো এলার্জির প্রতিক্রিয়া।
পেজ সূচিপত্রঃ শরীরে লাল লাল রেশ চুলকানি
- শরীরে লাল লাল রেশ চুলকানি
- লাল লাল রেশসহ চুলকানি হওয়ার সাধারণ কারণ
- শরীরে লাল লাল রেশ দূর করার ঘরোয়া উপায়
- শরীরে চাকা চাকা দাগ ও চুলকানির সমস্যা
- কখন ডাক্তার দেখানো জরুরী
- ত্বকে লালচে দাগ কেন হয়
- ত্বকে পানি জনিত অ্যালার্জি বা চুলকানি
- ত্বকে লাল দাগ প্রতিরোধের টিপস
- শরীরের কোন অংশে হঠাৎ লাল হয়ে গেলে কি করবেন
- শেষ কথাঃ শরীরে লাল লাল রেশ চুলকানি
শরীরে লাল লাল রেশ চুলকানি
শরীরে হঠাৎ লাল দাগ বা রেশ উঠা এবং চুলকানি শুরু হলে অনেকে চিন্তিত হয়ে পড়েন।
এর পেছনে এলার্জি সংক্রমণ কিংবা গরম বা ঘামের মত সাধারণ কিছু কারণও থাকতে
পারে। আসুন জেনে নিই, এই ধরনের সমস্যার সাধারণ কারণ গুলো। বিশেষজ্ঞরা
বলেছেন শরীরের চুলকানি ও রেশের অন্যতম বড় কারণ হলো এলার্জির প্রতিক্রিয়া।
ধুলোবালি পশুর লো ল কিম্বা নির্দিষ্ট খাবার যেমনঃ চিংড়ি, ডিম ও বাদামে অনেকের
এলার্জি হয়ে থাকে।
এর ফলে ত্বকে হঠাৎ করে লালচে ফুসকুড়ি দেখা দেয় এবং সঙ্গে শুরু হয় চুলকানি।
চর্ম রোগ বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন যে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া সংক্রমণ
ও চুলকানি ও রেশের বড় একটি কারণ। দাদ, খোস পাচড়া কিংবা অন্যান্য ত্বকের
সংক্রমণে ছোট ছোট লাল দানা দেখা যায়। যা অসহ্য চুলকানি সৃষ্টি করে। এছাড়াও গরম
ও আর্দ্র আবহাওয়ায় শরীরে ঘাম শুকাতে পারে না, তখন অনেকের হিট রেশ বা ঘামাচি
দেখা দেয়। এতে ত্বক লাল হয়ে যায় এবং অস্বস্তিকার চুলকানি শুরু হয়।
লাল লাল রেশসহ চুলকানি হওয়ার সাধারণ কারণ
শরীরে লাল লাল রেশ চুলকানি কি তা আপনাকে জেনে নেওয়া অবশ্যই উচিত এরপর আপনি জেনে
নিবেন লাল লাল রেশ সহ চুলকানি হওয়ার সাধারণ কারণগুলো। ধুলো বালি, পশুর লোম
কিংবা কিছু কিছু খাবারের মাধ্যমে এলার্জি হয়ে থাকে। তা আপনাকে সতর্কমূলক লক্ষ্য
রাখতে হবে। চিকিৎসক আরো সতর্ক করেছেন কোন কোন সময় নতুন ওষুধ খাওয়ার পর হঠাৎ
শরীরে লাল দাগ ও ফুসকুড়ি উঠতে পারে। এটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফল বলে
তিনি মন্তব্য করেছেন।
আরো পড়ুনঃ রাতে হাত পা কামড়ানোর কারণ কি
শুধু তাই নয়, নতুন কোন ওষুধ সেবনের ফলে কখনো কখনো মারাত্মক এলার্জির লক্ষণ
হিসেবেও দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা আরো বলেছেন, অতিরিক্ত শুষ্ক ত্বক বা একজিমার
কারণে রেশ ও চুলকানি দেখা দেয় । ত্বক আর্দ্রতা হারালে লালচে দাগ সৃষ্টি হয় এবং
চুলকানি দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। এর ফলে শরীরে এক ধরনের এলার্জি তৈরি হয় যা কখনো
কখনো অস্বস্তিকর বলে মনে হয়। কিছু নোংরা জায়গা থেকে অর্থাৎ বিছানা বালি নোংরা
হলেও সেখান থেকে ত্বকে লালচে ফুসকুড়ি দেখা দেয়।
শরীরে লাল লাল রেশ দূর করার ঘরোয়া উপায়
রেশ বা লাল দাগ সহ চুলকানি অস্বস্তিকর হলে বেশিরভাগ ক্ষেত্রে সহজে কার্যকরি
ঘরোয়া প্রতিকার পদ্ধতিতে নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিছু সাধারণ যত্ন এবং প্রাকৃতিক
প্রতিকার অবলম্বন করলে ত্বক শান্ত হয় এবং চুলকানি কমে। চলুন জেনে নিই তাৎক্ষণিক
এবং কার্যকর পদ্ধতি গুলো।
- ওটমিল প্যাক ব্যবহার করুন। শরীরে রেশ বা লাল দাগ হলে হালকা ওটমিলের প্যাক তৈরি করে আক্রান্ত স্থানে লাগান। এতে করে ত্বক শীতল শীতল থাকে ও জ্বালাপোড়া কমে।
- ঠান্ডা কেমো মাইল চা দিয়ে ধোয়া। কেমো মাইলটা ঠান্ডা করে আক্রান্ত স্থানে লাগালে প্রদাহ এবং লালচে ভাব কমায় এবং ত্বক শান্ত হয়।
- নারকেল তেল বা জজুবারি তেল দিয়ে আক্রান্ত স্থানে মেসেজ করলে আদ্রতা বজায় থাকে এবং চুলকানি কমে।
- প্রাকৃতিক এন্টি ইনফ্লেমেটরি মাস্ক। কিউকাম্বার বা পুদিনা পাতার পেস্ট হালকা করে ত্বকে লাগালে ঠান্ডা অনুভূতি দেয় এবং লালচে ভাব হ্রাস পায়।
- পরিষ্কার ঢিলেঢালা কাপড় ব্যবহার করুন। সতর্ক থাকতে হবে যেন সিনথেটিক বা আটষাট কাপড় পড়া থেকে। ঢিলেঢালা সুতি কাপড় ত্বককে বাতাস দেয় এবং রেশ ছড়িয়ে পড়া কমায়।
শরীরে লাল লাল রেশ চুলকানি হলে চুলকানো থেকে বিরত থাকুন। চুলকানি আরও বৃদ্ধি
পায় যদি বারবার খোঁচা বা ঘসা হয়। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হয় এবং সংক্রমনের ঝুঁকি
বাড়ে।
শরীরে চাকা চাকা দাগ ও চুলকানির সমস্যা
শরীরে লাল লাল রেশ চুলকানি যা আপনার শরীরে কি প্রতিদিনই চাকা চাকা হয়ে খুলে যায়? অসহ্য চুলকানিতে কি আপনি ঘুমাতে পারছেন না? এটি কি আপনার লাইফ কে অসহ্য করে দিচ্ছে? হ্যাঁ এই রোগটির নাম হচ্ছে আর্টিকেরিয়া। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই রোগের সাথে কারো কারো আবার খাবারের সম্পর্ক থেকে থাকে। বিশেষ কিছু খাবার খেলে তার এমনটি দেখা যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে রোদে বেরতে পারছে না । রোদে বা গরমের কাছে গেলেই তার এই ধরনের চাকা চাকা হয়ে যাচ্ছে ।
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় পেট জ্বালাপোড়া কমানোর ঘরোয়া উপায়
শুধু তাই নয় রান্না ঘরে বা খড়ির চুলায় যে আগুনের তাপ হয় সে তাপেও অনেকের ক্ষেত্রে এটি দেখা যায় । আবার দেখা গেছে তার উল্টোটাও ঠান্ডা জিনিসের সংস্পর্শে গেলে চাকা চাকা দেখা যায় । আবার অনেকের পরিধিও কাপড় টাইট করার জন্য চেপে থাকায় স্থানটি ফুলে যায় এবং চুলকানি দেখা দেয়। এই বিভিন্নভাবে আর্টিকেরিয়া রোগটি দেখা দিতে পারে। এটি আসলে এক ধরনের চুলকানি জাতীয় রোগ । এটির এক্সাক্ট কারণ আসলে জানা যায়নি । তবে এর পেছনে রয়েছে অনেক কারণ। হতে পারে খাবার থেকে , হতে পারে ধুলাবালি । নতুন কাপড়চোপড় থেকে ।
কখন ডাক্তার দেখানো জরুরী
শরীরে লাল লাল রেশ চুলকানি প্রতিকার এর উপায় জানা আপনার উচিত। বেশিরভাগ চুলকানি বা রেশ সহজে ঘরে নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু কখনো কখনো এটি গুরুতর সমস্যার ইঙ্গিত দিতে পারে। তাই কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরু্রী। যদি লাল দাগ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে এটি সাধারণ চুলকানির বাইরে কোন সমস্যা নির্দেশ করতে পারে । যদি রেশের সঙ্গে শ্বাসকষ্ট , চোখ বা ঠোট ফুলে যাওয়া , মাথা ঘোরা বা অন্যান্য অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়।
তাহলে এটি মারাত্মক এলার্জির লক্ষণ হতে পারে । আবার যদি কয়েক দিন ধরে রেশ বা চুলকানি না কমে বা আক্রান্ত স্থানে পুজ , ঘা বা সংক্রমণ দেখা দেয়। তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য। এই ধরনের পরিস্থিতিতে দেরি না করে আপনি ডার্মালজিস্ট বা অ্যালার্জি বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন । যাতে করে আপনি খুব সহজে সঠিক চিকিৎসা শুরু করতে পারেন। শুধু তাই নয় কোন স্থানে স্থায়ী ক্ষত বা সংক্রমণ এড়ানো যায়।
ত্বকে লালচে দাগ কেন হয়
শরীরে লাল লাল রেশ চুলকানি কেন হয় এটা জানা আপনার জন্য খুব জরুরী। তেমন আপনাকে
জেনে নিতে হবে তাকে লালচে দাগ কেন হয়? আমাদের ত্বকের লালচে দাগ দেখা দেওয়া বেশ
উদ্বেগ জনক হতে পারে। তবে এটি সব সময় গুরুতর নাও হতে পারে । এই দাগগুলো বিভিন্ন
আকারে দেখা দিতে পারে । তখন সেগুলোর কারণ এবং প্রতিকার খুঁজে বের করা খুবই
প্রয়োজন । এই সমস্যা নিয়ন্ত্রণ করার জন্য ত্বকে কেন লাল দাগ দেখা দেয় এবং
সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় তা বোঝা গুরুত্বপূর্ণ।
ত্বকে লালচে দাগ কেন হয় তা জেনে নিই।
- হিট রেশ হলে ত্বকের লালচে ভাব হয় । যা ত্বকে জ্বালাপোড়া বা চুলকানি হয়ে থাকে।
- এলার্জি ত্বকের লালচে দাগের একটি সাধারণ কারণ। যা প্রদাহ লালচে ভাব এবং চুলকানির দিকে নিয়ে যায়।
- একজিমা ত্বকের সমস্যা। একজিমা আক্রান্ত ব্যক্তিদের ত্বক শুষ্ক এবং চুলকানি যুক্ত হয় ।
- কেরাটোসিস পিলারিস এটি সাধারণ ত্বকের সমস্যা। যেখানে বিশেষ করে বাহু , উরু এবং গালে ছোট ছোট লাল এবং রুক্ষ দাগ দেখা দেয় । এটি ঘটে যখন লোমকূপ গুলো মৃত ত্বকের কোষে আটকে যায় ।

.webp)
.webp)
আপনার মূল্যবান মতামত দেন। এখানে প্রতিটি মতামতের রিভিউ প্রদান করা হয়।
comment url